৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালন হবে না

৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ আর ৫ আগস্ট পালন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।
রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয় সরকার।
এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
এমএসএ
