ফাহিম হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে নিসআর একাত্মতা

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহিম উদ্দিন বিন আহমেদ ও তার পরিবারের দুই সদস্যের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ‘কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি সড়কে নির্মম হত্যাকাণ্ড’— এমন মন্তব্য করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। চলমান ন্যায়বিচার দাবির আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা এবং ফাহিম ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩০ জুন) সংবাদ মাধ্যমে নিসআ'র দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাঈদের পাঠানো সংবাদ বিবৃতিতে এই একাত্মতা ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি নয়, বরং সড়ক ব্যবস্থার চরম অব্যবস্থাপনার আরেকটি নৃশংস প্রমাণ। দেশের সব সচেতন নাগরিক ও তরুণদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই আন্দোলনে ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হোন।
আরও বলা হয়, নিসআ সবসময় সড়ক নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছে। ফাহিমের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল এবং একইসঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি— ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এমএইচএন/এমএন