চার ইউপিতে ভোট ১৪ জুলাই

ভোট গ্রহণের আগে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় চারটি ইউনিয়ন পরিষদে আগামী ১৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ জুন) নির্বাচন কমিশনের (নির্বাচন পরিচালনা শাখার-২) উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
আসাদুজ্জামান জানান, খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী, বাগেরহাটের খাউলিয়া ও কচুয়া এবং সুনামগঞ্জের ভাতগাঁও এই চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জুন, প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ভোটগ্রহণের তারিখ ১৪ জুলাই।
এসআর/এসএম