যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি যাত্রবাড়ীতে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– বেলায়েত হোসেন (৪৬) ও রেশমা বেগম (৩৭)।
যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার বেলায়েত ও রেশমা ২০১০ সালে মুন্সীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/এসএসএইচ