শ্রমবাজারে নেই প্রতিবন্ধী ব্যক্তিরা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই-ডিজিএফআই
২০১৮ সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করাসহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচনব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন।
বণিক বার্তা
আসিফ নজরুলের নেতৃত্বে কমিটিও পূর্বের পথেই হাঁটছে
দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদে ২০১৬ সালে সংঘটিত এ সাইবার চুরির ঘটনা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। বহুল আলোচিত এ ঘটনার আট বছরেও তদন্ত শেষ করতে পারেনি শেখ হাসিনা সরকার। উল্টো প্রকৃত অপরাধীদের আড়াল করতে তদন্তের গতিপথ বদলে দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
প্রথম আলো
ঘুষ, মন্ত্রী আর গোপন ডায়েরি: পদ্মা সেতু নিয়ে দুদকের সেই এজাহারে যা ছিল
নিকিতা ক্রুশ্চেভ একবার বলেছিলেন, ‘রাজনীতিবিদেরা সর্বত্রই এক। তাঁরা সব সময় সেতু তৈরি করার প্রতিশ্রুতি দেন, যদিও সেখানে কোনো নদীই নেই।’ বাংলাদেশের ক্ষেত্রে উক্তিটি অবশ্য পুরোপুরি খাটে না। এখানে নদী ছিল, সেই নদীতে সেতু তৈরির প্রতিশ্রুতিও ছিল। তবে ছিল না কেবল বিশ্বাস। অবিশ্বাসের পেছনে কারণও হয়তো ছিল। ফলে শেষ পর্যন্ত পদ্মা সেতু হলেও এর পেছনের অনেক ঘটনা এখনো অজানা রয়ে গেছে।
আরও পড়ুন
বণিক বার্তা
নেপাল থেকে গেছে অর্ধলাখ কর্মী, বাংলাদেশের মাত্র সাড়ে তিন হাজার
মধ্যপ্রাচ্যের বাইরে জনশক্তি রফতানিতে সম্ভাবনাময় গন্তব্যের নাম জাপান। সামনের ১৫ বছরে দেশটিতে এক কোটির বেশি কর্মী প্রয়োজন। কৃষিকাজ, নির্মাণ খাত, কেয়ার গিভার, অটোমোবাইল, শিপিংসহ ১৬ ক্যাটাগরিতে জাপানে জনশক্তি রফতানির সুযোগ থাকলেও বাংলাদেশ উল্লেখ করার মতো কর্মী পাঠাতে পারছে না। অন্যদিকে নেপাল, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শ্রমিক যাচ্ছে দেশটিতে। সংখ্যাটি বাংলাদেশের তুলনায় প্রায় ১০ গুণ। ভাষা না জানা ও সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতার অভাবে দেশটিতে জনশক্তি রফতানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
সুন্দরবন ৫ দস্যু বাহিনীর কবজায়
দীর্ঘদিন দস্যুমুক্ত থাকার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে পাঁচটি দস্যু বাহিনী। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভসংলগ্ন বিভিন্ন স্থানে জেলেরা জিম্মি রয়েছেন দস্যুদের কাছে। এসব বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ চাইছে। না হলে হত্যার হুমকি দিচ্ছে।
আজকের পত্রিকা
শ্রমবাজারে নেই প্রতিবন্ধী ব্যক্তিরা
দেশে ১৫ বছর কিংবা এর বেশি বয়সী প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ৩৩ লাখ ৭৯ হাজার। তবে বিশাল এই জনগোষ্ঠীর মাত্র ২২ দশমিক ৫৪ শতাংশকে শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়া শ্রমশক্তি হিসেবে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ তো আরও হতাশাজনক—মাত্র ১১ দশমিক ৩৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ডিজঅ্যাবিলিটি ইনসাইটস ফ্রম লেবার ফোর্স সার্ভে-২০২২ (ডিআইএলএফএস) ’-এ চিত্র উঠে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর শ্রমবাজারে অন্তর্ভুক্তি এখনো সীমিত; বিশেষ করে নারীর অংশগ্রহণ, প্রশিক্ষণ ও আয়—সব ক্ষেত্রে পিছিয়ে। জরিপের তথ্যগুলো দেশের নীতিনির্ধারকদের জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণ এবং শিক্ষার সুযোগ বাড়াতে না পারলে এই বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শ্রমবাজার থেকে বঞ্চিতই থেকে যাবে।
সমকাল
এবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসর এবং এক কমিশনারকে বরখাস্ত করেছে সরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই মধ্যে অন্য তিন সদস্য ও আট কমিশনারের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে। এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তারা গত ২৯ জুন আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। কিন্তু সরকার এখন নানা পদক্ষেপের মাধ্যমে তাদের হয়রানি করছে। সরকারের এই অবস্থানে বিব্রত মধ্যস্থতাকারী হিসেবে থাকা ব্যবসায়ী নেতারা।
কালবেলা
১৬ অ্যাপ তৈরিতে খরচা ১৫৯ কোটি টাকা
যেসব অ্যাপস বা সফটওয়্যার তৈরি করতে সর্বোচ্চ ১২ থেকে ২০ লাখ টাকা খরচ হওয়ার কথা, সেগুলোর পেছনে ব্যয় দেখানো হয়েছে সর্বোচ্চ প্রায় ২০ কোটি টাকা। সর্বমোট ১৬টি অ্যাপস তৈরি এবং উন্নয়নে খরচ ধরা হয়েছে ১৫৯ কোটি টাকা। সেই টাকাও বরাদ্দ করা হয়েছে পুরোপুরি, বেশিরভাগ অর্থ ছাড়ও হয়ে গেছে। অথচ যেসব অ্যাপ বা সফটওয়্যার তৈরি হওয়ার কথা ছিল, তার অর্ধেকেরও বেশি এখনো অসম্পূর্ণ। তিন বছর মেয়াদি প্রকল্পটি চলছে সাত বছর ধরে। বাড়ানো হয়েছে সময় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুবিধা—ফলাফল বলতে আছে খরচের হিসাব আর ফাঁকা প্রতিশ্রুতি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ওপেন সোর্স প্রযুক্তির যুগে OCR, বানান বিশ্লেষণ, স্পিচ টু টেক্সট, এমনকি মেশিন ট্রান্সলেশন পর্যন্ত অনেক ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ অ্যাপস উন্নত প্রযুক্তিতেই বাজারে রয়েছে। সেখানে এত বেশি খরচ করে অ্যাপস তৈরি অস্বাভাবিক বিলাসিতা।
বাংলাদেশ প্রতিদিন
ছাত্রলীগের তালিকায় দেওয়া হয়েছিল বিসিএসে নিয়োগ!
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) মিলেমিশে নিয়ম লঙ্ঘন করে মুক্তিযোদ্ধা কোটায় ক্যাডার-ননক্যাডার কর্মকর্তা নিয়োগ দিয়েছে। মুক্তিযোদ্ধার সনদ নেই এবং ওই কোটায় প্রার্থী উল্লেখ না করলেও বিশেষ বিবেচনায় নিয়োগ পেয়ে চাকরি করছেন। এভাবে ১৭ জনের চাকরির তথ্য পাওয়া গেছে। পিএসসি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিবরাও বলছেন এটি বিধিবহির্ভূত বড় নিয়মের লঙ্ঘন। দুই মাসের অনুসন্ধানে উঠে আসে ২৯ বিসিএস নিয়ে ভয়ংকর তথ্য। ২৯ বিসিএসের ১৭ জনের নিয়োগে বড় অনিয়ম আর মুক্তিযোদ্ধা কোটায় ৩১ জনকে বিনা কারণে চাকরিতে হয়রানির তথ্য উঠে আসে। ৩১ জনকে হয়রানি ও ভুয়া ক্যাডার প্রমাণ করতে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় গোপন রেখে নামে-বেনামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে পিএসসি-জনপ্রশাসনে। হয়রানি করতে দৌড়াচ্ছে দুদকে। অথচ অবৈধ নিয়োগ পাওয়া ১৭ জনের কিছুই হচ্ছে না, কারণ তাঁদের সহযোগিতা করছেন আওয়ামী লীগের সুবিধা নেওয়া ব্যাচমেটরাই।
যুগান্তর
পৈশাচিকতার স্মৃতি ভুলতে পারছেন না গৃহবধূ
ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের বর্বর, পৈশাচিকতার স্মৃতি ভুলতে পারছেন না গৃহবধূ। বারবার আত্মহত্যার চেষ্টা করছেন। বুধবার দুপুরেও আত্মহত্যার চেষ্টা করেন। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার স্বামী ও পরিবার। বিকালে যুগান্তরকে গৃহবধূর স্বামী বলেন, ভয় হয় কখন আমার স্ত্রী কী করে ফেলে। সে কারও কাছে মুখ দেখাতে চাইছে না। শ্বশুর-শাশুড়িসহ স্বজনরা তাকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে তাকে নির্যাতনকারী ও স্ত্রীর ধর্ষকদের দলীয় পরিচয় থাকায় তজুমদ্দিন থানার ওসির শিথিল আচরণের কারণে ধর্ষকরা পালাতে সক্ষম হয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গৃহবধূর স্বামী বলেন, তাদের রোববার রাতভর থানায় আটকে রাখেন ওসি। অভিযোগ নিয়ে গড়িমসি করেন। ওই রাতে না পাঠিয়ে পরদিন দুপুরে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য তার স্ত্রীকে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।
