হাটহাজারীতে পুকুরে মিলল নারীর মরদেহ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার কৃষি ফার্ম সড়কের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাটহাজারী থানা পুলিশের একটি টিম। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, নারীর নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমআর/এমজে