নারী ফুটবল দলকে অভিনন্দন বাংলাদেশ মহিলা পরিষদের

এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ অভিনন্দন জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে এক নতুন ইতিহাস রচনা করে দেশকে গৌরবান্বিত করেছে।
এতে বলা হয়, এই অর্জন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় সঠিক সহায়তা, সম্মান ও পৃষ্ঠপোষকতা পেলে নারীরা যেকোনো ক্ষেত্রেই আন্তর্জাতিক মানে নিজেদের তুলে ধরতে পারে। দীর্ঘদিনের নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আমাদের মেয়েরা দৃঢ় মনোবল, সাহস, পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এই সাফল্য দেশের নারী খেলোয়াড়দের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন এবং ভবিষ্যৎ নারী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এই সাফল্য শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, বরং সমগ্র জাতির জন্য এক গর্বের মুহূর্ত।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বাস করে এই অর্জন কেবল একটি খেলার বিজয় নয়, এটি নারী ক্ষমতায়নের পথে আরও এক গৌরবময় অধ্যায়। আমরা আশা করি, এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা ও নারী ক্রীড়ার বিকাশে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং এই সাফল্য ভবিষ্যতে দেশের নারী খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে।
ওএফএ/এসএসএইচ