বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল ওরফে জাহিদ মোড়লকে গ্রেপ্তারে করতে গিয়ে তার বড় ভাই দেলোয়ার হোসেন মোড়লকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় অবৈধ ওয়াকিটকি সেট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় জাহিদ মোড়ল বাসায় না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আজ বিকেলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেলোয়ার মোড়ল রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে অতীতে একাধিক চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ থাকলেও তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
অভিযানকালে তার বাসা থেকে লাইসেন্সবিহীন দুটি ওয়াকিটকি সেট, চারটি ওয়াকিটকির ব্যাটারি ও চার্জার জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহিদ মোড়ল ও দেলোয়ার মোড়লের নেতৃত্বে থাকা একটি চক্র এসব ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের মধ্যে নিরাপদ যোগাযোগ রক্ষা করতেন।
ওই সেনা কর্মকর্তা আরও জানান, বাংলাদেশে ওয়াকিটকি বা রিপিটার ব্যবহারে বিটিআরসির অনুমোদন ও লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু গ্রেপ্তার দেলোয়ারের কাছে এসবের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারের পর দেলোয়ার মোড়লকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেলোয়ার হোসেন মোড়লের বিষয় জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ইফতেখার হাসান জানান, দুপুরে জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার হোসেন মোড়লকে সেনাবাহিনী আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি-টকি ব্যবহারের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ৩২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
তার বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তার পিসিপিআর খতিয়ে দেখছি।
আরও পড়ুন
উল্লেখ্য, জাহিদ মোড়লের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্র এবং নিউজ মিডিয়াতেও বিভিন্ন অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করা হয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লকে ৩ জুলাই বিএনপি থেকে বহিষ্কার করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এসএএ/এমএন