ভূমি অফিস হবে মানুষের আস্থার জায়গা: সচিব

ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং রূপান্তরণ’ শীর্ষক সচিত্র উপস্থাপনা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, জনদুর্ভোগ লাঘবে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। এ জন্য ভূমি অফিস হতে হবে মানুষের আস্থার জায়গা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
জনগণের ভোগান্তি নিরসনে ভূমি খাতের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কর্মকর্তাদের নির্দেশ দেন ভূমি সচিব।
সচিত্র প্রতিবেদন উপস্থাপনের সময় ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান মোঃ দৌলতুজ্জামান খাঁন জানান, ই-নামজারি, ভূমি সেবা হটলাইন (১৬১২২) ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, অনলাইন ভূমি উন্নয়ন কর, মোবাইল অ্যাপ, উত্তরাধিকার ক্যালকুলেটর, ভূমি মন্ত্রণালয়ের ই-বুক, ডিজিটাল রেকর্ড রুম, অনলাইন জরিপ ব্যবস্থাপনা ইত্যাদি চলমান ডিজিটাল ভূমি সেবার মধ্যে অন্যতম।
এছাড়া সরকারি ভূমি ব্যবস্থাপনা, কেস ম্যানেজমেন্টসহ আরও কিছু ডিজিটাল সেবা পাইলটিংয়ের জন্য প্রস্তুত বলে জানান তিনি।
এমএসি/এসএইচআর/এসআরএস