৩০ হাজার প্রধান শিক্ষকের পদোন্নতিতে বড় পদক্ষেপ সরকারের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য আসছে স্বস্তির খবর। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এবার অবশিষ্ট প্রধান শিক্ষকদের একই গ্রেডে উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শনিবার (৫ জুলাই) অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছে। বাকি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন
এই খবরে শিক্ষক মহলে স্বস্তি ফিরেছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, সরকার ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়ে যে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে, তা প্রশংসনীয়। এতে প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক উপকৃত হবেন।
তবে তিনি জানান, এ সিদ্ধান্ত এখনো শুধু রিটকারী ৪৫ জনের জন্য কার্যকর হয়েছে। আমাদের দাবি ছিল সব প্রধান শিক্ষকের ক্ষেত্রে এটি বাস্তবায়ন। আমরা আশা করি, সরকারের সক্রিয় বিবেচনার ফলে সবাই এর সুফল পাবেন।
এর আগে ২০১৪ সালের ৯ মার্চ সরকার প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেয়। তবে পরে প্রজ্ঞাপন অনুযায়ী প্রশিক্ষিতদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে মন্ত্রণালয়, যা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের মাঝামাঝি সময়ে প্রধান শিক্ষক রিয়াজ পারভেজসহ ৪৫ জন হাইকোর্টে রিট করেন।
২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে ওই ৪৫ জন রিটকারীর বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করতে এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করতে নির্দেশ দেন। আপিল বিভাগের সব প্রক্রিয়া শেষে রায় বাস্তবায়নের পথ খুলে যায়।
আরএইচটি/এমজে