প্রকৌশলীর ওপর রড নিয়ে হামলা, চাকরি যাচ্ছে বিআইডব্লিউটিসির যন্ত্রচালকের

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এক যন্ত্রচালকের বিরুদ্ধে সহকর্মীর ওপর রড নিয়ে হামলার চেষ্টা এবং অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান চেয়ারম্যান মো. সলিম উল্লাহর সই করা এক অভিযোগনামা থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মজিবুর রহমান (পাভেল)। তিনি কর্পোরেশনের এমএলবি-৯ জলযানে ভারপ্রাপ্ত যন্ত্রচালক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি ডক-২–এর তৎকালীন নির্বাহী প্রকৌশলীর মাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এসময় তিনি ওই প্রকৌশলীর দিকে তেড়ে গিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হন। ঘটনার সময় প্রকৌশলী মো. এনামুল হক দ্রুত হস্তক্ষেপ করে সহকর্মীকে রক্ষা করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত যন্ত্রচালক কিছুক্ষণ পর আবার রড নিয়ে ফিরে এসে প্রকৌশলীর পেটে আঘাত করার চেষ্টা করেন। তিনি দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। এসময় পাশে থাকা সহকারী প্রকৌশলী (পূর্ত) নুর আলম কুদ্দুস তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৯–এর ৪০(ক) (দায়িত্বে অবহেলা) ও ৪০(খ) (অসদাচরণ) ধারায় তাকে অভিযুক্ত করা হয়। একই প্রবিধানমালার ৪৬(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর গত ১ জুলাই জারি করা অভিযোগনামায় বলা হয়, এ আচরণ চাকরির শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। চাইলে তিনি ব্যক্তিগতভাবে শুনানির সুযোগও নিতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির কেউ আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
আরএইচটি/এসএসএইচ