চট্টগ্রামে দুজনের জিকা, ৩০ জনের চিকনগুনিয়া শনাক্ত

চট্টগ্রামে জিকা আক্রান্ত দুজন ও চিকনগুনিয়া আক্রান্ত ৩০ জন রোগী শনাক্ত হয়েছে। নগরের একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে গত কয়েকদিনের পরীক্ষার ফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়। বর্তমানে আক্রান্ত সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তারা চিকিৎসকের তত্ত্বাবধানে নিজেদের বাসায় রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গু, চিকনগুনিয়া ও জিকা তিনটি একই ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। তিনটিই এডিস মশার কামড়ে হয়। জিকা ও চিকনগুনিয়া রোগে ৩২ জন আক্রান্ত হওয়ার বিষয়টি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। সেখান থেকে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আরও পড়ুন
এমআর/এসএসএইচ