কুষ্টিয়া অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কবিরুল, মহাসচিব মনিরুজ্জামান

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। একইসঙ্গে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মো. মনিরুজ্জামান।
গতকাল (বুধবার) রাজধানীর শেখ সাদী মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. খন্দকার রাশেদুল হক।
সভা শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ফোরামের মহাসচিব এ কে এম টিপু সুলতান। প্রতিবেদন উপস্থাপনের পর সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার প্রথম পর্ব শেষ হয়।
এরপর দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মো. এনামুল হক (অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত) নতুন কমিটি উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন পায়।
নবনির্বাচিত সভাপতি ড. খ ম কবিরুল ইসলাম বলেন, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সদস্যদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষে আমরা সকলে একসাথে কাজ করব। স্বচ্ছতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা হবে।
একইসাথে প্রত্যেক সদস্য যেন এই প্ল্যাটফর্ম থেকে বাস্তব উপকার পায় এবং নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে অন্যদেরও এগিয়ে নিতে পারে—সে লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরএইচটি/এনএফ