শর্তের বেড়াজালে থার্ড টার্মিনাল

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ
জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে যাচ্ছে। এ জন্য সব প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলাবিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজকের পত্রিকা
দলে দলে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা
সাজা থেকে বাঁচতে দল বেঁধে চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। গত দুই দিনে আয়কর ও কাস্টমস ক্যাডারের তিন শতাধিক কর্মকর্তা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন। তাঁদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এমন কর্মকর্তারা রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
বণিক বার্তা
যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাতে দেশে রাজনৈতিক অর্থনৈতিক উদ্বেগ
যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিতে ৩৫ শতাংশ শুল্ক আঘাতে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। তবে শুল্কহারের চেয়েও বড় চিন্তার বিষয় পারস্পরিক বাণিজ্য চুক্তি। কেননা এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যার প্রভাব দেশের অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘমেয়াদি। সেটি নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বাংলাদেশের প্রতিনিধিরা। তার ঘণ্টাখানেক আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল রাতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রথম আলো
জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় সরকার, বিবেচনা করছে বিএনপি
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যা ‘জুলাই ঘোষণাপত্র’ হিসেবে আলোচিত।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে ৫ আগস্টের আগেই এটি চূড়ান্ত করতে চায় সরকার।
আরও পড়ুন
যুগান্তর
দরকষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ
তিন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত না করা, দ্বিতীয়ত, ‘স্টেকহোল্ডার’দের মধ্যে বিজিএমইএসহ রপ্তানিকারকদের অন্ধকারে রাখা এবং তৃতীয়ত, ইউএসটিআরের (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) সঙ্গে আলোচনায় বাণিজ্য বিশেষজ্ঞ না রাখা। বাংলাদেশের এসব দুর্বলতার সুযোগে দ্বিপাক্ষিক আলোচনায় বাড়তি শুল্ক মাত্র ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যা পহেলা আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী মহলসহ সংশ্লিষ্টরা এমনটি মনে করছেন।
সমকাল
বৃষ্টি-বন্যায় দুর্ভোগে লাখো মানুষ
টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদনদীর পানি। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের। ভেঙে গেছে গ্রামীণ সড়ক। আশ্রয়হীন বহু মানুষ। দেখা দিয়েছে নদীভাঙন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। কোথাও কোথাও বিদ্যুতের সংযোগও বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আরও এক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
কালবেলা
রেলের প্রকল্পে বিলম্ব আর ব্যয় বৃদ্ধির মহোৎসব
রেলওয়ের উন্নয়ন যেন এক ব্যর্থ পরিকল্পনার প্রতিচ্ছবি। দশক পেরিয়েও শেষ হয়নি একাধিক প্রকল্প। বারবার বাড়ছে মেয়াদ আর ব্যয়। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, জটিলতা আর গাফিলতির এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৩১টি চলমান প্রকল্প বিশ্লেষণে। এসব প্রকল্পের মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০৭ কোটি ৪২ লাখ টাকা। যার মধ্যে বৈদেশিক ঋণ ৮৩ হাজার ৬৩ কোটি ৬২ লাখ এবং বাংলাদেশ সরকার দিয়েছে ৪৮ হাজার ৪৪৩ কোটি ৮ লাখ টাকা। এই বিপুল ব্যয়ের বিনিময়ে প্রকল্পগুলোর কাজ কতটা এগিয়েছে—এমন প্রশ্নে মিলছে উদ্বেগ ও হতাশাজনক উত্তর। কোনো প্রকল্পে ৮০ শতাংশ, কোনোটি মাত্র ৮ শতাংশ আর কিছু প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি।
টিবিএস
এস আলমের গ্লোবাল ইসলামী ব্যাংক যেভাবে ২,২৫৯ কোটি টাকার লোকসানকে ১২৮ কোটি টাকা মুনাফা দেখিয়েছে
বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান—গ্লোবাল ইসলামী ব্যাংকের—২০২৩ সালের আর্থিক প্রতিবেদন এখন প্রমাণিতভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিত জালিয়াতি হিসেবে সামনে এসেছে, যেখানে ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এক অডিট প্রতিবেদনে, চাঞ্চল্যকর এই জালিয়াতির তথ্য উঠে এসেছে, যেখানে দেখা গেছে—গ্লোবাল ইসলামী ব্যাংক প্রকৃতপক্ষে ২,২৫৯ কোটি টাকার বিশাল লোকসান দিলেও, ব্যাংকটির ব্যালেন্স শিট বা স্থিতিপত্রে কারসাজির মাধ্যমে দেখিয়েছে ১২৮ কোটি টাকার মুনাফা।
দেশ রূপান্তর
শর্তের বেড়াজালে থার্ড টার্মিনাল
নানা সমস্যার মধ্যেই যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। দেড় বছর আগে ফ্লাইটের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা করা সম্ভব হচ্ছে না। নির্মাণকারী প্রতিষ্ঠানের দেনা-পাওনার পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে পরিচালনা করা নিয়েও। জাপানের চারটি প্রতিষ্ঠানের পরিচালনা করার কথা থাকলেও তারা চুক্তি করতে করছে টালবাহানা। তারা কঠিন শর্ত জুড়ে দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক)।
