পিজার প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর এবং প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।
আরও পড়ুন
পিজা অ্যাডহক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিসিআইইউয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসাইন এবং প্রক্টর মো. রাশেদ খান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ সবসময়ই বেশি। ভুঁইফোঁড় সংবাদমাধ্যমের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অ্যাসোসিয়েশন দেশ, জাতি ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার বলেন, আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পিজার প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে আজ একটি গুরুত্বপূর্ণ পূর্ণতা পেয়েছে। সামনের দিনগুলোতে যেন নির্বাচিত সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে এগিয়ে নিয়ে যায় সে আশাবাদ ব্যক্ত করছি।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইয়াসীর সিলমীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে পার্থ প্রতীম নন্দী বলেন, আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি সাদামাটা উদ্যোগ থেকে, কিন্তু আজ এটি একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা একে অপরকে সহযোগিতা, পরামর্শ ও সহানুভূতির মাধ্যমে সমর্থন করি। পিজা এখন কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষাগত যাত্রার একটি স্মৃতি এবং পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য যে সেতু তৈরি করতে চেয়েছিলাম, আজ সেটি দৃশ্যমান ও কার্যকর।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। এসময় আহ্বায়ক কমিটি নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
পিজার প্রথম কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতরা হলেন- সভাপতি মুহাম্মদ ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি মিশু পাল, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত আলম (রিমন), সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্যপদ বিষয়ক সম্পাদক, মো. নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, নির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম এবং জোবায়ের উল্লাহ (সারজিল)।
এমআর/এমএসএ