চট্টগ্রামে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় গ্যাস লিক, আতঙ্ক

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে কসমোপলিটন গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি ২ নম্বর গেটের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়ি থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পারার পর পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানটি ঘিরে ফেলে।
আরও পড়ুন
এসময় ভ্যানের ভেতর সারি সারি গ্যাস সিলিন্ডার দেখা যায় এবং একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে। তবে চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার পরিবহন বেআইনি এবং অত্যন্ত বিপজ্জনক। সিলিন্ডার দুটি সরিয়ে নেওয়া হয়েছে।
এমআর/এআইএস