বাড্ডায় গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রাজধানীর পূর্ব বাড্ডায় রহিমা আক্তার (২১) নামে এক গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী রাসেল মিয়া পলাতক রয়েছেন।
রোববার (১৩ জুলাই) বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাড্ডা থানা উপ-পরিদর্শক(এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা (সোমা) জানান, আমরা খবর পেয়ে পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকার একটি টিনশেড বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রহিমার ভাই নিয়ামত জানান, আমার বোন ও বোনজামাই বাড্ডায় বিগবস নামের এক গার্মেন্টসে চাকরি করতেন। দুজনে প্রেম করে বিয়ে করেছেন। তাদের ছয় মাসের একটা সন্তান রয়েছে। আমরা জানতে পারি দুজনের মধ্যে পারিবারিক বিষয়ে কলহের জেরে ফাঁস দেয় বোন। বর্তমানে তার স্বামী পলাতক রয়েছে। যেহেতু তার স্বামী পালাতক রয়েছে, তাই এ নিয়ে আমাদের সন্দেহ আছে।
রহিমার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার বুনিয়া গ্রামে। তার বাবার নাম মজিবুর প্যাদা। বর্তমানে তিনি রাজধানীর পূর্ব বাড্ডা পাঁচতলা বাজার এলাকার একটি টিনশেড বাসায় স্বামী রাসেলের সঙ্গে থাকতেন।
এসএএ/এআইএস