টোকিও-ঢাকা ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহ জাপান এয়ারলাইনসের

টোকিও-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন জাপান এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্ট আবে মোতোহিসার।
স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপান এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এই রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, জাপান এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জাপান এয়ারলাইনসের টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান জানান।
ভাইস প্রেসিডেন্ট আবে মোতোহিসা বলেন, বর্তমানে টোকিও-ঢাকা রুটে যাত্রীর সংখ্যা বছরে প্রায় ৭০ হাজার। তাই সরাসরি ফ্লাইট চালুর বাণিজ্যিক সম্ভাবনাও অনেক। রাষ্ট্রদূতের আহ্বানে টোকিও-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।
এনআই/জেডএস