জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল

জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা তাদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবার যেন সরকারি সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুষ্ঠুভাবে লাভ করেন তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। জুলাই অভ্যুত্থানের ওপর ভিত্তি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি সবার ঐকমত্য প্রত্যাশা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও জেলা প্রশাসক ফরিদা খানম।
এমআর/এসএম