গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ আরো এক যুবক ঢামেকে ভর্তি

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ আব্বাস আলী সরকার (৩০) নামে আরেক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন। এ নিয়ে ওই ঘটনায় আহত মোট তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ আব্বাস আলী সরকারের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার ভেন্ডাবাড়ি গ্রামে। তিনি ওই এলাকার মোশারফ সরকারের ছেলে।
আব্বাস আলী সরকারের স্ত্রী রহিমা বেগম জানান, আমার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক। বুধবার বিকেল চারটার দিকে চৌরঙ্গী এলাকা দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় আমার স্বামীর বাম পায়ের হাঁটুর উপরে অজ্ঞাত ব্যক্তির গুলি লাগে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক ভর্তি দেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানায়, রাতে গোপালগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক আব্বাস আলীকে নিয়ে আসা হয়। এর আগে গোপালগঞ্জ থেকে সুমন বিশ্বাস ও রমজান আলী নামে আরো দুইজনকে নিয়ে এলে তাদেরও ভর্তি দেন চিকিৎসক। বর্তমানে গোপালগঞ্জের ঘটনায় হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
এসএএ/জেডএস