‘ট্রলিং ট্রলারে’ ‘বেহুন্দি’ জাল, কমেছে মাছের প্রজনন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
অসহনীয় গরমে বাড়ছে মানুষের দৈনন্দিন ব্যয়
আবহাওয়ার বৈরী আচরণে বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় কখনো বেশি বৃষ্টি, আবার কম। আবার স্বাভাবিকের তুলনায় গরমের তারতম্যও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনের এমন প্রভাব প্রাণ–প্রকৃতি থেকে শুরু করে এখন মানুষের দৈনন্দিন জীবনেও ছাপ ফেলছে। যেমন এ বছর গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এ ব্যয় এখন জীবনযাপনের নানা উপকরণ থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, ও পরিবহনের মতো ক্ষেত্রগুলোতে বাড়তে দেখা যাচ্ছে।
বণিক বার্তা
জুনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার দেয়া হয় ২ লাখ ২৭ হাজার কোটি টাকা
দেশের ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকট তীব্র হচ্ছে। তা মোকাবেলায় দেশের ব্যাংকগুলোর তারল্য জোগানে বড় উৎস হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক। কেবল গত জুনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া হয়েছে ২ লাখ ২৭ হাজার ১৪১ কোটি টাকা। রেপো ও স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিজ হিসেবে ব্যাংকগুলো এ সহায়তা নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা ‘মানি মার্কেট ডাইনামিকস’ শীর্ষক প্রতিবেদনের জুন সংখ্যায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
আজকের পত্রিকা
এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী
আন্দোলনের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসর এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নামের তালিকা করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র বলছে, আন্দোলনে অংশগ্রহণ, অফিস বন্ধ রেখে কাজে অনুপস্থিত থাকা ও বিভিন্ন কর্মসূচি পালন করা ৩৪৬ জন এনবিআর কর্মকর্তা-কর্মচারীর নামের তালিকা করা হয়েছে। তালিকা ধরে যাচাই-বাছাই করা হবে। রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যাঁদের সম্পৃক্ততা, অংশগ্রহণ, সমর্থন ও সহযোগিতার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে, অন্তত দেড় শ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের কণ্ঠ
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা, ফিরল দাঁড়িপাল্লা
নিবন্ধন স্থগিত করার ৬৩ দিন পর গতকাল বুধবার আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সময় যোগ করা হয়েছে জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ অন্যান্য তথ্য।
তবে প্রতীকের নাম, প্রতীক, নিবন্ধন পাওয়ার তারিখ—এসব তথ্য সরিয়ে ফেললেও ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় ছয় নম্বরে আছে আওয়ামী লীগের নাম। এর পাশে লেখা রয়েছে নিবন্ধন স্থগিত।
সমকাল
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে গতকাল বুধবার হামলা-সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন কোটালীপাড়া উপজেলার রমজান কাজী। তাঁকে হারিয়ে কান্না থামছে না বাবা কামরুল কাজীর। তিনি আহাজারি করতে করতে বলেন, ‘আমার ছেলে তো কোনো দোষ করেনি। তাকে কেন মেরে ফেলা হলো? আমি আমার সন্তানকে কোথায় পাব!’
নিহত অন্য তিনজন হলেন– গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার।
প্রথম আলো
‘ট্রলিং ট্রলারে’ ‘বেহুন্দি’ জাল, কমেছে মাছের প্রজনন
কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে যান্ত্রিক ‘ট্রলিং ট্রলারে’ রূপান্তর করা হয়। যুক্ত করা হয় ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’। এর মাধ্যমে বঙ্গোপসাগরের বুকে চলছে নীরব এক ধ্বংসযজ্ঞ। আধা ইঞ্চি ফাঁসের জালে ধরা পড়ছে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মা মাছ ও মাছের প্রাকৃতিক খাদ্য। এই চর্চার ফলে গত তিন বছরে আশঙ্কাজনকভাবে কমেছে মাছের প্রজনন। ভেঙে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্যের ভারসাম্য।
আরও পড়ুন
আজকের পত্রিকা
সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না
চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সম্প্রতি এক সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো ওই সভার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
প্রথম আলো
এখনো চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি
শুল্কহার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে দেরি করেছে বাংলাদেশ। এ নিয়ে দেশের বাণিজ্যবিষয়ক গবেষক, রপ্তানিকারক, ব্যবসায়ীসহ এ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতেও সময় নিয়েছে সরকার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে না পারার বড় কারণ সরকারের প্রস্তুতির ঘাটতি।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, ব্যবসায়ী ও গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্কহার কমানো নিয়ে আলোচনা ও দর-কষাকষির নেতৃত্বে থাকার কথা বাণিজ্য মন্ত্রণালয়ের। কিন্তু শুরু থেকে যুক্তরাষ্ট্রে এ কাজে এমন ব্যক্তিদের পাঠানো হয়েছে, যাঁরা আলোচনাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারেননি। আলোচনা, দর-কষাকষি ও চুক্তি করার মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সামনে এসেছেন পরে।
যুগান্তর
ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ থেকে নৃশংসতা
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার পেছনে আছে ব্যবসায়িক দ্বন্দ্ব। আর ব্যবসাটি হলো পল্লী বিদ্যুতের চোরাই তারের। এ ব্যবসা নিয়ে সোহাগের সঙ্গে মাহমুদুল হাসান মাহিন ও টিটুর বিরোধ ছিল। এই দ্বন্দ্বেই সোহাগকে মারধর করছিল মাহিন-টিটুর নেতৃত্বাধীন লোকজন। এ সময় তারা তৈরি করেছিল মব পরিস্থিতি। সেখানে সোহাগের ওপর বড় পাথর নিক্ষেপ করে রিজওয়ান উদ্দিন অভি। সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। কিন্তু অভি কেন এমন মধ্যযুগীয় নৃশংসতা চালাল? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে, এর পেছনে রয়েছে এক বড় ট্র্যাজেডি। অভিকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে ওই ট্র্যাজেডির আদ্যোপান্ত।
বণিক বার্তা
এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ব্যয়বহুল কর্ণফুলী টানেল চালুর পর থেকেই রয়েছে লোকসানে। টোল বাবদ যা আয় হচ্ছে, তা দিয়ে টানেলটির পরিচালন ব্যয়ই উঠছে না। ব্যয় মেটাতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ গুনতে হচ্ছে নির্মাণকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরও এ ধারাবাহিকতা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সেতু কর্তৃপক্ষের প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছর টানেল থেকে লোকসান গুনতে হতে পারে ১৬৯ কোটি ৩৩ লাখ টাকা।
কালবেলা
আড়াই বছরের প্রকল্প ১০ বছরেও হয়নি, ব্যয় বেড়েছে ১৬শ কোটি
দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২০১৪ সালে দেশের ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের প্রকল্প নেওয়া হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আড়াই বছর মেয়াদি প্রকল্পটি ২০১৬ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এক দশকের বেশি অতিবাহিত হলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। ছয় দফা সময় বাড়ানোর পরও অগ্রগতি মাত্র ৭০ শতাংশ। নির্ধারিত মেয়াদের চেয়ে এক দশকের বেশি সময়েও প্রকল্প শেষ না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য তো পূরণ হয়নি; বরং বাস্তবায়ন বিলম্বের কারণে খরচ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে অনুমোদনের চেয়ে প্রায় ১ হাজার ৬০১ কোটি টাকা ব্যয় বেড়েছে। এখন নতুন করে আরও ১৮ মাস সময় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট বিভাগ।
টিবিএস
তৃতীয় দফায় বাণিজ্য আলোচনার আগে অর্থনীতিবিদ, মার্কিন প্রতিষ্ঠানের মতামত নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) সংক্রান্ত একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে তৃতীয় দফার আলোচনা শুরুর আগে দেশের ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন মন্ত্রণায়ের মতামত নেওয়ার পাশাপাশি— বাংলাদেশের সঙ্গে ব্যবসারত মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র-ভিত্তিক জ্বালানি কোম্পানি– শেভরন ও এক্সিলারেট এনার্জির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মার্কিন কোম্পানি দু'টির প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন বলে জানা গেছে।
