তিন সন্তানের পর চলে গেলেন বাবাও

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন সন্তানের পর না ফেরার দেশে চলে গেলেন বাবা মো. রিপন (৩৫)। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (১৬ জুলাই) ভোররাতে রোকন (১৪) এবং সকাল ৮টার পর তামিমের (২২) মৃত্যু হয়। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের একমাত্র বোন ১ বছরের শিশু আয়েশা মারা যায়।
আরও পড়ুন
প্রতিবেশী জাকির হোসেন বলেন, সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজের কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা গিয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
তিনি বলেন, ওই বাসাটি তারা কিছুদিন আগে ভাড়া নিয়েছিল। রাতে সবাই ঘুমিয়ে ছিল, তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরিবারটির কর্তা রিপন পেশায় ভ্যানচালক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রিপনের মৃত্যু হয়। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে শিশু আয়েশা, তামিম, রোকন ও আজ রিপনের মৃত্যু হলো। এ নিয়ে চার জন মারা গেছেন। দুপুরের দিকে রিপনের স্ত্রী চাঁদনীকে পরিবারের সদস্যরা নিজেদের জিম্মায় হাসপাতাল থেকে নিয়ে গেছেন। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তারও শ্বাসনালী পুরে যায়। তিনিও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
গত শুক্রবার ভোররাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের পাঁচ সদস্যের সবাই দগ্ধ হন।
এসএএ/এমএসএ