পাহাড়ে ‘খেয়ালখুশি’মতো রিসোর্ট

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায়
ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন চালু হতে যাচ্ছে। তিন বছর মেয়াদি মিশন চালুর জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দুই পক্ষ। ২৮ ধারা সংবলিত সমঝোতা স্মারকটি সই করেছেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষে হাইকমিশনার ফলকার টুর্ক।
জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় মিশন চালুর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয়।
সমকাল
গোপালগঞ্জে তিনটি মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭
গোপালগঞ্জে গত দু’দিনে করা তিনটি মামলায় ২ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে অন্তত ১৬৭ জনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তাদের মধ্যে ৪৮ জনকে গতকাল শুক্রবার সদর থানায় করা একটি মামলায় প্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক হওয়া অনেকের খোঁজে তাদের স্বজন গতকাল শুক্রবার সদর থানার সামনে ভিড় জমান। তাদের মধ্যে ১৬ জনের পরিবারের সঙ্গে কথা বলেছে সমকাল। এর মধ্যে ছয়টি পরিবার দাবি করেছে, তাদের ‘শিশু সন্তান’কে ধরে আনা হয়েছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে গত বছর জুলাই-আগস্ট মাসে দেশের ১৭টি কারাগারে বাইরে থেকে হামলা ও বন্দিদের বিদ্রোহের নজিরবিহীন ঘটনা ঘটে। এসব ঘটনায় জঙ্গি থেকে শুরু করে সব শ্রেণির বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষীরা গুলিও চালান। এতে গাজীপুরের হাই সিকিউরিটি ও জামালপুর কারাগারে ১৩ জন বন্দি নিহত হন। ১৭টি কারাগারে আহত হন ২৮২ জন কারারক্ষী।
প্রথম আলো
কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় হলেও রপ্তানিতে কেন পিছিয়ে বাংলাদেশ
ভূপ্রকৃতি অনুকূলে থাকায় বাংলাদেশে প্রচুর কাঁঠাল উৎপাদিত হয়। কাঁঠাল উৎপাদনে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। তবে উৎপাদনে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকার পরও কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ অনেক পিছিয়ে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কাঁঠালের বহুমুখী ব্যবহার না বাড়ায় এর রপ্তানি বাড়ছে না। কাঁঠাল থেকে চিপস, আচার, জেলিসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে হবে। একই সঙ্গে মূল্য সংযোজনও নিশ্চিত হবে। মূল্য সংযোজন মানে হলো, একটি পণ্যের নানামুখী ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে সেটির বাজারমূল্য বাড়ানো।
কালের কণ্ঠ
শিশুদের মনোজগতে ভার্চুয়াল থাবা
রাজধানীর প্রথম সারির একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র রবিউল ইসলাম (ছদ্মনাম)। স্কুল থেকে ফিরেই মা কিংবা বাবার স্মার্টফোন নিয়ে বসে যায়। বছর দুয়েক ধরে চলছে এভাবে। শত নিষেধ-বারণেও থামছে না।
এ নিয়ে কিছু বললে বা মোবাইল ফোন কেড়ে নিলে সে জেদ করে—খাবে না, পড়বে না। এমনকি আজকাল প্রায়ই নিজের একটি স্মার্টফোনের জন্য ঘ্যানঘ্যান করছে।
অথচ স্মার্টফোনে আসক্তির আগে এই রবিউল স্কুল থেকে ফিরে ক্লাসের বিভিন্ন বিষয়ে বলত মা-বাবাকে। মা-বাবার মধুর সান্নিধ্যে তখন কেটে যেত সময়।
আজকের পত্রিকা
এনসিপির নিবন্ধন: ২০০ ভোটারের শর্ত পূরণ হয়নি ২৫ উপজেলায়
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন ১৪৪টি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে এই তালিকায়। দলটি ২৫ উপজেলায় ২০০ জন ভোটারের স্বাক্ষর নিতে পারেনি। আবেদনেও রয়েছে কিছু ত্রুটি। এসব ত্রুটি সারিয়ে তুলতে দলটিকে ১৫ দিন সময় দিয়েছে কমিশন।
প্রথম আলো
দেশের সবচেয়ে বড় হ্রদ কাপ্তাইকে ঘিরে একের পর এক গড়ে উঠছে রিসোর্ট (অবকাশকেন্দ্র)। এসব রিসোর্ট নির্মাণে রাঙামাটির জেলা প্রশাসন, জেলা পরিষদ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোনো অনুমোদন।
শুধু কাপ্তাই হ্রদ নয়, রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর পাশে গড়ে ওঠা রিসোর্টগুলোও নিয়মনীতি মানছে না। এভাবে ‘খেয়ালখুশি’মতো রিসোর্ট নির্মাণের কারণে হ্রদের পরিবেশ ক্ষতির মুখে পড়েছে। তৈরি হয়েছে পাহাড়ধসের ঝুঁকি। অগ্নিনিরাপত্তা না থাকায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আজকের পত্রিকা
রপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের দিকগুলো বড় আকারে সামনে এলেও বিষয়টিকে দেশটি ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপ তৈরির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে পর্যবেক্ষণ সরকারি ও বেসরকারি বিশ্লেষকদের।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব, এটা বুঝেই যুক্তরাষ্ট্র রপ্তানির ক্ষেত্রে পাল্টা শুল্কের নামে ৩৭ শতাংশ সম্পূর্ণ নতুন শুল্ক আরোপের কথা জানায়। এই প্রস্তাবকে বড় মনস্তাত্ত্বিক চাপ হিসেবে দেখছেন তাঁরা।
প্রথম আলো
পুলিশের গুলিতে শামীম মিয়ার বাঁ ঊরুর হাড় ভেঙেছিল গত বছরের ৫ আগস্ট। সেই থেকে সরকারি ও বেসরকারি ছয়টি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এখন তিনি ভর্তি আছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অন্তর্বর্তী সরকার শামীমকে বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে।
দেশ রূপান্তর
কয়েক বছর ধরেই দেশের ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা ছিল। তবে সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা ব্যবসা-বাণিজ্যকে নতুন করে চাপে ফেলেছে। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা বড় ঝুঁকি দেখতে পাচ্ছেন। জ্বালানি সংকটও তীব্র। ব্যাংক ঋণে উচ্চসুদ বিরাজ করছে। ফলে ম্যানুফ্যাকচারিং খাতের প্রতিষ্ঠানগুলোর প্রফিট মার্জিন কমছে। টিকে থাকতে এ খাতের প্রতিষ্ঠানগুলো নানা ক্ষেত্রে ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় নতুন বিনিয়োগ আসছে না। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে একটা অনিশ্চয়তা লক্ষ করা যাচ্ছে।
কালবেলা
অর্থ সংকটেও দ্বিতল মহাসড়কের ‘স্বপ্ন’
দেশের ৬৪ জেলার সবকটিকে যুক্ত করে উড়াল মহাসড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। যার অংশ হিসেবে মূল সড়কের ওপর তৈরি হবে আরেকটি দ্বিতল সড়ক ব্যবস্থা। কোথাও কোথাও কয়েক তলার সড়ক নির্মাণের ভাবনাও আছে। এতে বাধাহীনভাবে সারা দেশে সর্বক্ষণ পণ্যবাহী যান চলাচলের সুযোগ তৈরি হবে। আর বিপুল এ কর্মযজ্ঞের শুরু হবে ঢাকা-চট্টগ্রাম উড়াল মহাসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের মধ্য দিয়ে। তবে প্রশ্ন উঠেছে, অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনে বড় প্রকল্প না করার যে কথা দিয়েছিল, সেই নীতি থেকে কি তাহলে সরে আসছে সরকার?
যুগান্তর
রিজার্ভ বৃদ্ধি ছিল ‘ফাঁকা বুলি’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে রেকর্ড পরিমাণে। ওই সময়ে বৈদেশিক ঋণও বেড়েছে মাত্রাতিরিক্ত হারে। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণও বেড়েছে যে কোনো সময়ের চেয়ে বেশি। রিজার্ভ থেকে অর্থ নিয়ে সরকার বিভিন্ন তহবিল গঠন করেছে। ওই তহবিল থেকে দেওয়া ঋণ ফেরত আসেনি। হয়েছে খেলাপি। এরপরও সেই অর্থ রিজার্ভে দেখানো হয়েছে। মূল রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে হিসাব করতে হয়, সরকার সেটি করেনি। এ নিয়ে আইএমএফও তীব্র আপত্তি করেছে। একপর্যায়ে সরকার নিট রিজার্ভ প্রকাশ করতে বাধ্য হয়েছে। এসব দায়দেনা বাদ দিলে দেখা যায়, আওয়ামী লীগ সরকার রিজার্ভ যেভাবে বেড়েছে বলে প্রচার করেছে, এর বড় অংশই ছিল ‘ফাঁকা বুলি’। বরং রিজার্ভের মতো অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ সূচক নিয়ে সরকার রাজনীতির ফুলঝুরি খেলেছে।
টিবিএস
ক্লিক, অপেক্ষা, আবার ক্লিক: প্রতিশ্রুত স্বস্তি দিতে হিমশিম খাচ্ছে ডিজিটাল ভূমি সেবা
ল্যান্ড ডটজিওভি ডটবিডি (land.gov.bd) ওয়েবসাইটে লগইন করুন। 'ভূমি উন্নয়ন কর পরিশোধ' অপশনে ক্লিক করে আপনার বকেয়া দেখে মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করুন। এই সহজ সেবাটি এখনও পাওয়া গেলেও গত কয়েক বছরে চালু হওয়া অন্যান্য ডিজিটাল ভূমি সেবা পাওয়ার প্রক্রিয়া এখন আর ততটা সহজ নেই।
বাগেরহাটের এক গ্রামের একজন গ্রাহকের ডিজিটাল ভূমি দলিল সেবা নিয়ে অভিজ্ঞতা বেশ খারাপ। নাম প্রকাশ না করার শর্তে ওই সেবাগ্রহীতা বলেন, বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি সন্তানদের নামে হস্তান্তর করার জন্য অনেকদিন ধরেই ঘুরছেন। তার কাছে বাবার নামে ওই জমির পর্চাও রয়েছে। কিন্তু তারপরও ভূমি অফিস বাবা কীভাবে ওই জমির মালিক হয়েছেন, জমির বণ্টন কীভাবে হয়েছে, ওয়ারিশ সনদ ও জমির খাজনা পরিশোধেরে কাগজ নিয়ে যেতে বলেছে।
