মহাখালীতে ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তাজনীন রাফা (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
তাজনীন রাফার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বলিয়া গ্রামে। তিনি ওই এলাকার আরিফ হোসেন টিটুর মেয়ে এবং বর্তমানে তিনি মহাখালীর গ/১৮৯ নম্বর বাসার চতুর্থ তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
তাজনীন রাফার মা নুপুর জানান, আমার মেয়ে খুব মেধাবী ছাত্রী ছিল। আমাদের একমাত্র কন্যা সন্তান। কয়েকদিন আগে ক্লাস টেস্টে একটি বিষয়ে কম নম্বর পাওয়ায় তাকে একটু বকা দিয়েছিলাম। এরপরেই আজ সন্ধ্যায় সবার অগোচরে বারান্দা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এআইএস