বাংলাদেশ ব্যাংকের ‘পোশাক নীতিমালা’র নিন্দা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ও পরে সমালোচনার মুখে প্রত্যাহার করা বিতর্কিত ‘পোশাক নীতিমালা’র তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের একটি পেশাদার আর্থিক প্রতিষ্ঠান। সেখানে নারী কর্মীদের পোশাক নিয়ে নির্দেশনা জারি করা শুধু অযৌক্তিকই নয়, এটি এক ধরনের নারী বিদ্বেষের প্রকাশ। নারীর পোশাকের হাতার দৈর্ঘ্য কেমন হবে, কী পরা যাবে আর কী যাবে না— এসব নির্দেশনা দিয়ে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নারীর অধিকার ও স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করেছে। এটি নিছক ‘নীতিমালা’ নয়, বরং নারীর কর্মক্ষেত্রে বিচরণকে বাধাগ্রস্ত করার হীন প্রচেষ্টা।
আরও বলা হয়, নারীর বিরুদ্ধে সহিংসতা, মব ভায়োলেন্স এবং কূপমণ্ডূকদের বক্তব্য, সব মিলিয়ে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং নারীর নিরাপদ কর্মপরিবেশকে ধ্বংস করার ধারাবাহিক চক্রান্ত। বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালাও সেই ষড়যন্ত্রেরই অংশ। যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মানসিকভাবে সুস্থ ও শিক্ষিত জনবল নিয়োগ দেয়, সেখানে কেন তাদের জন্য আলাদা করে পোশাকবিধি তৈরি করতে হবে? এটি জাতির কাছে এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।
সংগঠনটি এই ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে বলেন, নারী সমাজ এসব অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুতি নিক। এই ধরনের ঘটনা আর বরদাশত করা হবে না।
এমএইচএন/এমএ