শান্তিনিকেতনে পর্যটকদের জন্য চালু হচ্ছে হেরিটেজ ওয়াক, লাগবে টিকিট

ভারতে পর্যটকদের জন্য আরও বড় উদ্যোগ নিচ্ছে শান্তিনিকেতন কর্তৃপক্ষ। এবার পর্যটকরা নতুন করে, নতুনভাবে দেখতে পাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই শান্তিনিকেতনকে। প্রতি রোববার পর্যটকদের জন্য শান্তিনিকেতনে হেরিটেজ ওয়াকের ব্যবস্থা করা হচ্ছে।
শান্তিনিকেতন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি রোববার পর্যটকদের জন্য এই হেরিটেজ ওয়াকের ব্যবস্থা করা হবে। এই ওয়াকের জন্য নির্দিষ্ট গাইডও থাকবেন, যারা পর্যটকদের শান্তিনিকেতনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানাবেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখেছে এবং প্রস্তুতি সম্পন্ন করেছে।
বুধবার বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন।
আরও পড়ুন
তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্থান যাতে পর্যটকরা ভালোভাবে দেখতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের যারা ঘুরিয়ে দেখাবেন, তাদের জন্য গাইডের ব্যবস্থা করা হচ্ছে। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় লিফলেট থাকবে, যাতে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী জায়গাগুলোর বিবরণ থাকবে।
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বিশ্বভারতীর ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশাধিকার ছিল না। তবে এবার বিশ্বভারতীর প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে। ইউনেস্কোর নির্দেশিকা মেনেই যাবতীয় পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ, কারণ শান্তিনিকেতন এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ ছাড়া, হেরিটেজ ওয়াকের জন্য নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।
মৃণালিনী আনন্দ পাঠশালা থেকে চৈত্যবাড়ি হয়ে ছাতিমতলা পর্যন্ত এই পথ তৈরি করা হচ্ছে। তবে, এই হেরিটেজ ওয়াকের জন্য টিকিটের ব্যবস্থাও থাকবে। তবে শেষ পর্যন্ত কত টাকার টিকিট কাটতে হবে, সেটা এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি। সূত্র- হিন্দুস্তান টাইমস
এমজে
