সার্বিয়ায় প্রথমবারের মতো কর্মী পাঠাল বাংলাদেশ

মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় প্রথমবারের মতো কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। প্রথম দফায় দেশটিতে প্রশিক্ষিত নয় কর্মীকে পাঠানো হয়েছে।
শনিবার (১২ জুন) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শনিবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমবারের মতো প্রশিক্ষিত নয় কর্মীকে পাঠানো হয়েছে। খুব শিগগিরই দেশটিতে আরও প্রশিক্ষিত কর্মী পাঠানো হবে।
জানা যায়, রিক্রুটিং এজেন্সি লিংক-আপ ইন্টারন্যাশনাল লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিয়ার বেডেম এনার্জি সলিউশন্স কোম্পানির জন্য ৩২ কর্মীর চাহিদাপত্র পায় বাংলাদেশ।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে ১৩ কর্মীকে দেশটিতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তবে স্মার্টকার্ডসহ ১৭টি শর্ত মানার পর কর্মী হিসেবে যাওয়ার সুযোগ পান তারা। এর মধ্যে প্রথম ধাপে নয়জনকে সার্বিয়ায় পাঠানো হয়েছে। বাকিদের পরে পাঠানো হবে।
এনআই/আরএইচ