বাড়ল ওমানে প্রবাসীদের বৈধ হওয়ার মেয়াদ
সুযোগ নেওয়ার অনুরোধ আসিফ নজরুলের

ওমানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ আরও এক দফা বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি ওমানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
আরও পড়ুন

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে কেউ নিজ উদ্যোগে বৈধতার জন্য যোগাযোগ করলে কোনো জরিমানা দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই, তারা যেন অবশ্যই এই সুযোগ গ্রহণ করেন। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।
এনআই/এআইএস