বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
‘টাইগার লাইটনিং’ অনুশীলনে জ্যাকবসনের অংশগ্রহণ

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘টাইগার লাইটনিং-২০২৫’ অনুশীলনের সমাপ্তিতে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘টাইগার লাইটনিং ২০২৫’ অনুশীলনের সমাপ্তিতে অংশগ্রহণ করেন। এই যৌথ সামরিক মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও গভীর ও সুসংহত করে।
যৌথ কৌশলগত ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে ‘টাইগার লাইটনিং’ জরুরি পরিস্থিতিতে সাড়াদানের সক্ষমতা বাড়ায় এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করে।
এনআই/এসএম