শুক্রবার স্বাভাবিক থাকবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিদ্যুৎ সরবরাহ

প্রকল্প কাজের জন্য পূর্বসাদীপুর গ্রিড শাটডাউনের কাজ স্থগিত করায় আগামীকাল শুক্রবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ আগস্ট প্রকল্প কাজের জন্য নির্ধারিত পূর্বসাদীপুর গ্রিড উপকেন্দ্রের শাটডাউন অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ফলে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
এর আগে ২৭ জুলাই গ্রিড শাটডাউনের কারণে ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২-এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল পিজিবিপি।
ওএফএ/এমজে