জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের র্যালি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে র্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
জুলাই পুনর্জাগরণের এই র্যালিতে অনেকের হাতে ছিল গণঅভ্যুত্থানকেন্দ্রিক বার্তাবহুল প্ল্যাকার্ড।
এসএইচআর/এসএসএইচ