ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভের ঘোষণা, সংশ্লিষ্টতা নেই ভিএফএস গ্লোবালের

আগামী ৩০ ও ৩১ আগস্ট ঢাকায় ইতালি দূতাবাসের সামনে ভিএফএস গ্লোবালের আয়োজনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাটি ভুয়া এবং তার সঙ্গে ভিএফএস গ্লোবালের কোনো সংশ্লিষ্টতা নেই।
মঙ্গলবার (৫ আগস্ট) ভিএফএস গ্লোবালের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভুয়া বার্তায় দাবি করা হয়েছে, আগামী ৩০ ও ৩১ আগস্ট ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হবে, যেখানে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করা হয়েছে।

ভিএফএস গ্লোবাল স্পষ্টভাবে জানাচ্ছে, তারা এই বার্তার লেখক নয় এবং এমন কোনো বিক্ষোভ বা কর্মসূচির আয়োজনে তারা জড়িত নয়। শুধু দূতাবাসের প্রশাসনিক সহায়তায় ভিএফএস গ্লোবাল কাজ করে থাকে। তাই সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
ওএফএ/এমএন