রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় পাখি আক্তার (৫৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাদারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাখি আক্তার ওই গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তিনি চার সন্তানের মা।
আরও পড়ুন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন পাখি আক্তার। বুধবার ভোরে বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের অন্য একটি কক্ষে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তিনি নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ ও পরিবার জানায়, পাখি আক্তার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে কয়েকটি ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে ১৮ থেকে ২০ হাজার টাকা কিস্তি শোধ করতে হতো। অতিরিক্ত ঋণের চাপ থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের ধারণা।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এমআর/এমএসএ