রাউজানে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি এলজি ও রামদাসহ মো. নুর উদ্দিন (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড উত্তর সর্ত্তা সাকিনের সোনা আলী তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার পুলিশ জানায়, মো. নুর উদ্দিন ২০১৮ সালের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নুর উদ্দিনের দেওয়া তথ্যে তার ঘরের ভেতর থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গ্রেপ্তার নুর উদ্দিন পার্বত্য এলাকা থেকে অস্ত্র এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এমআর/এমজে