ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অধ্যাদেশ বাস্তবায়নের দাবি

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে মানববন্ধন করেছে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া এ চিকিৎসা শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বারবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ ১৯৯৬ সালের নীতিমালায় স্পষ্টভাবে একটি পৃথক কাউন্সিল গঠনের কথা বলা হয়েছিল। গত ৩১ জুলাই সচিবের সভাপতিত্বে কাউন্সিল নিয়ে মিটিং হয়েছে। বাকি প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন করা হয়, সে দাবি জানাচ্ছি।
আরও পড়ুন
উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ১৯৯৬ সালের স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালায় বলা আছে অস্থায়ীভাবে রেজিস্ট্রেশন দেওয়ার পাশাপাশি একটি স্বতন্ত্র কাউন্সিল গঠন করা হবে। কিন্তু ২৯ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে চিকিৎসকদের আইনি জটিলতা, উচ্চশিক্ষায় বাধা, নিয়োগ-সংক্রান্ত সমস্যা ও পেশাগত নিরাপত্তার ঘাটতির মতো গুরুতর সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এদিকে, সরকারিভাবে ৩৬ তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হলেও আন্দোলনের কারণে ১৩ জুলাই পর্যন্ত কেউ ভর্তি হতে পারেনি। প্রতি বছর ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগে যথাক্রমে ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তি হন। কিন্তু চলমান অচলাবস্থার কারণে এই বছর ভর্তি কার্যক্রম প্রায় ব্যর্থ হতে চলেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত তারা কাউকে ভর্তির সুযোগ দিতে প্রস্তুত নন।
ওএফএ/এআইএস