বাংলাদেশ ডিবেট ফেডারেশন চালু করলো ‘স্কুল অব ডিবেট ২০২৫’

সারা দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিতর্ক শেখার সুযোগ করে দিতে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) চালু করেছে ‘স্কুল অব ডিবেট ২০২৫’।
রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশের প্রথিতযশা বিতার্কিকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিডিএফের মৌলিক ও প্রসিদ্ধ এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বিডিএফের সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিএফের সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিডিএফের সাবেক সভাপতি ড. আব্দুন নূর তুষার, বুলবুল হাসান, হাসান মাহমুদ বিপ্লব বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ নেওয়াজ এবং যুক্তরাজ্যের রেডব্রিজ কাউন্সিলের কেবিনেট সদস্য সৈয়দা সায়মা আহমেদ।
মোট ১৮টি অনলাইন ক্লাসের সমন্বয়ে তিন মাসব্যাপী এই সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ বিতার্কিকেরা। বিতর্কে অভিজ্ঞ ও অনভিজ্ঞ এই আয়োজনে পাঠ্যক্রমকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আগ্রহী শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বিতর্ক শেখার পাশাপাশি তাদের কার্যকরী অভিজ্ঞতা, জ্ঞান এবং পাবলিক স্পিকিংয়ের দক্ষতা উন্নত করতে পারবে।
এমএন
