মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটির পর যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে সোমবার (১১ আগস্ট) রাত থেকে ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মতি জামিল (২৮), মো. ফয়সাল হোসেন (৩৭), মো. আজাদ হোসেন (২২), মো. গোলাম রসুল (৪৪), নাসির হোসেন নাচোস (৩০), মো. ফাইয়াজ হোসেন (৩৬), মো. রাসেল (২৭), মো, আল আমিন (২২), মো. হিরা (৩৫), মো. মোস্তাক (২৪), সাইদ হোসেন (২১), মো. শুভ (২৪), মো. রাকিব (২২)
৪৬ স্বতন্ত্র ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, সংঘর্ষের সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিতদের গ্রেপ্তার করা হয়েছে। জেনেভা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সোমবার বিকেলে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কুপিয়ে হত্যা করা হয় শাহ আলমকে।
এমএসি/এআইএস