স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠনের দাবিতে আমরণ অনশনে ৮ শিক্ষার্থী অসুস্থ

অ্যাকাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করে বিআইটির (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠনের দাবিতে আমরণ অনশনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজের আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
আন্দোলন শুরুর ৪২ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পর্যন্ত অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন— আমির হামজা বদর, অপূর্ব কুমার দাস, নির্ঝর, আয়নান চৌধুরী, লুৎফর রহমান, আমান উল্লাহ, আমিন আহমেদ লুৎফর এবং মো. ইফাজ। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, প্রকৌশল শিক্ষা দেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতির মেরুদণ্ড হলেও কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিতে উদাসীন। আমাদের অনশনে এনসিপিসহ কয়েকটি সংগঠন একাত্মতা জানিয়েছে, কিন্তু কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে কেউ এসে খোঁজও নেয়নি। তাদের দেখা উচিত, দেশের ভবিষ্যৎ প্রকৌশলীরা কেমন অসহায়ভাবে মৃত্যুযন্ত্রণা ভোগ করছে।
ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা গত ২০ মে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অ্যাকাডেমিক শাটডাউন পালন শুরু করেন। দীর্ঘ দুই মাস শান্তিপূর্ণ আন্দোলনের পর ২৭ জুলাই থেকে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। ৩১ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯ দিনের মধ্যে লিখিত সমাধান দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন তারা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো লিখিত প্রতিক্রিয়া না পাওয়ায় গত ১০ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী এনামুল হোসেন ইরান ঢাকা পোস্টকে বলেন, আমরা ১৬ জন শিক্ষার্থী এখানে অনশনে বসেছিলাম। এরমধ্যে ৮ জন অসুস্থা, তারমধ্যে একজনের অবস্থা খুবই খারাপ। আমরা বাকি ৮ জন এখনও সুস্থ আছি।
এমএইচএন/এমএন