বিসিএসিপির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ

বাংলাদেশ চাটার্ড অ্যাকাউট্যান্সি ছাত্র পরিষদ (বিসিএসিপি) ২০২৫-২৭ এর নির্বাচনে আকতার-জালাল-রায়হান প্যানেল নির্বাচিত হয়েছে।
গত ১১ আগস্ট কারওরান বাজারে অবস্থিত সিএ ভবনের কনফারেন্স কক্ষে নির্বাচিত প্যানেলের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএবি'র প্রেসিডেন্ট এন কে এ মবিন।
নির্বাচনে সভাপতি পদে শামসুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দীন ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আবু রায়হান নির্বাচিত হয়েছেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্যরা হলেন সহ-সভাপতি আজাদ হোসেন, আবুল কালাম আজাদ ও আব্দুল্লাহ আল রোম্মান। যৌথ সম্পাদক রাজিবুল আলম ও হাসিদুল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ পদে আলাল উদ্দিন, ছাত্র কল্যাণ সম্পাদক প্রসেনজিৎ সাহা, প্রচার সম্পাদক নূর হাসান, সাংস্কৃতিক সম্পাদক রাকিব চৌধুরী, ক্রীড়া সম্পাদক শামিম আহমেদ জীবন নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুখলেছুর রহমান, এম এ ফাত্তাহ, তৌফিকুল ইসলাম, রাসেল মিয়া,আব্দুল ওহাব, মাহাথির মোহাম্মদ, ফেরদৌস জাহান এবং রাফিজা খাতুন।
উল্লেখ্য বিরোধীপক্ষ নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট ও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করলে সুপ্রিম কোর্ট আকতার-জালাল-রায়হান পরিষদকে নির্বাচিত ঘোষণা করে।
সভাপতি শামসুজ্জামান আকতার বলেন, অতীতের মতো সিএ ছাত্র পরিষদ স্টুডেন্টদের কল্যাণে পরিষদের সব সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাবে।
সাংগঠনিক সম্পাদক আবু রায়হান বলেন, সিএ ছাত্র পরিষদ সবসময় সিএ ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করে। এবারও পরিষদের সভ সদস্য সিএ ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে যাবে।
এসএম
