খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢামেকের রোগীদের খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে আয়োজিত এ কর্মসূচিতে অসুস্থ রোগীদের হাতে খাবার তুলে দেওয়া হয়।
খাবার বিতরণ কর্মসূচির উদ্যোক্তা ইমদাদুল হক বলেন, দেড় দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নানা অপপ্রচার হয়েছে। অনেক নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু আজ আমরা দলীয় নির্দেশনা মেনে কেক না কেটে এবং কোনো ধরনের আমোদ-প্রমোদ না করে সারাদেশে দোয়া-মিলাদ ও জনসেবামূলক কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে আমি ব্যক্তিগত উদ্যোগে এই খাবার বিতরণ আয়োজন করেছি।
এছাড়াও উদ্যোগটিতে সহযোগিতা করেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল নেতা মোখলেছুর রহমান হৃদয় এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল নেতা লুৎফুর কবির রানা।
এসএআর/এআইএস