গেন্ডারিয়ায় বাসার টয়লেটে ঝুলছিল শিশুর মরদেহ

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের একটি বাসার টয়লেটে গলায় গামছা পেঁচিয়ে আয়ুষ রুদ্র দাস (৮) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রুদ্র স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার এই ঘটনাটি ঘটে।
পরে বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিহত রুদ্র কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে। বর্তমানে তার পরিবার গেন্ডারিয়ার স্বামীবাগে ভাড়ায় বসবাস করছিল।
নিহতের বাবা ইন্দ্রজিৎ দাস বলেন, আমরা বাসার তৃতীয় তলায় থাকি। বিকেলে আমার ছেলে গোসল করতে বাথরুমে গিয়েছিল। কিছু সময় পার হয়ে কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি, বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢামেকে নিয়ে গেলেও চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। কেন আমার ছেলে এমন করল, আমরা বুঝতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এসএএ/এমএসএ