চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বন্দর থানার এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা মো. শাকিল (৩২) ও তার সহযোগী মো. আরিফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) ভোরে নগরের পতেঙ্গা ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে মিছিল করে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা গুরুতর আহত হন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার মূলহোতা শাকিল। ঘটনার পর থেকে সে পালানোর চেষ্টায় ছিল। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/জেডএস