পবিস কর্মীদের চাকরি পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা

চাকরিবিধির পরিপন্থি যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সব পর্যায়ের কর্মীকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
সোমবার (১৮ আগস্ট) এক বার্তায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী ‘পল্লী বিদ্যুৎ সংস্কার’ বিষয়টিকে সামনে এনে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন, যা অনভিপ্রেত। এ ছাড়া ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন’ নামক অনিবন্ধিত একটি সংগঠনের নামে বিভিন্ন বিজ্ঞপ্তি/বক্তব্য/বিবৃতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব বিজ্ঞপ্তি/বক্তব্য/বিবৃতিতে মিথ্যা তথ্য উপস্থাপন, উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অনিবন্ধিত ও অবৈধ সংগঠনের নামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে জানা গেছে, যা দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি।
আরও পড়ুন
বার্তায় আরও বলা হয়, এই সংগঠনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, যা প্রকারান্তরে গ্রাহক সেবা মারাত্মকভাবে বিঘ্নিতসহ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাধাগ্রস্ত করছে। দেশব্যাপী নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে এ সংগঠনের কোনো সম্পর্ক নেই। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম একটি সেবামূলক কর্মকাণ্ড হওয়ায় এ কার্যক্রমে ট্রেড ইউনিয়ন বা সমজাতীয় কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ নেই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন-২০১৩ অনুযায়ী বাপবিবো এবং সমিতির কর্মকর্তা/কর্মচারীদের সেবাকে জরুরি ও অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফলে এমন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে এই জরুরি ও অত্যাবশ্যকীয় সার্ভিসকে বাধাগ্রস্ত করার বিষয়টি আইনবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরিবিধি, ১৯৯২ (সংশোধিত-২০১২) এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের চাকরি নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমিতির কোনো কর্মকর্তা/কর্মচারী চাকরির শর্ত ভঙ্গ করলে বা চাকরির শৃঙ্খলা পরিপন্থি কোনো আচরণ বা কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
‘সুতরাং, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী চাকরিবিধির পরিপন্থি যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হলো।’
ওএফএ/এসএসএইচ