সরবরাহকারীরা আরামে কৃষকরা ঋণের জালে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা
চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ৬ হাজার ৭০০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি (ফাইন্যান্সিয়াল অ্যাগ্রিমেন্ট) সই করতে পারে দুই দেশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, ইতিমধ্যে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা প্রকল্পের সমীক্ষা করেছে।
দেশ রূপান্তর
প্রান্তিক ৭০% মানুষের ভরসা
দেশের প্রত্যন্ত অঞ্চলের ৭০ শতাংশের বেশি মানুষ ইউনিয়ন পর্যায়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকের ওপর নির্ভরশীল। ১৪ হাজার ক্লিনিক থেকে বছরে ১৬ কোটি মানুষ সেবা নিচ্ছে। পাচ্ছে ২২ ধরনের ওষুধ। নতুন করে দেওয়া হচ্ছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ।
কালের কণ্ঠ
উপকরণ আমদানিতে ধস, উৎপাদন ব্যাহত
কৃষি, শিল্প ও অবকাঠামো নির্মাণ খাতের উপকরণ আমদানি অনেক কমে গেছে। বিশেষ করে ডিজেল, ফার্নেস অয়েল, সিমেন্ট, ক্লিংকার, বিটুমিন ইত্যাদি পণ্য আমদানিতে বড় ধাক্কা লেগেছে। এতে এসব খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। শুধু তা-ই নয়; অর্থনীতির এই বড় খাতগুলোর উৎপাদন ব্যাহত হওয়ার কারণে পুরো অর্থনীতির গতিই শ্লথ হয়ে গেছে।
বণিক বার্তা
বিপুল দুর্নীতির অভিযোগ থাকলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিভাগের ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার
রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা, করপোরেশন ও বিভাগের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বেশ পুরেনো। বিশেষ করে গত দেড় দশকে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ও কেনাকাটায় বড় ধরনের দুর্নীতি ও লুটপাট হয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) দপ্তরের নিরীক্ষায় বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। পাশাপাশি ঋণের নামে লুট করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত এক বছরে বেসরকারি ব্যাংক, আর্থিক খাতের অলিগার্কসহ বেসরকারি খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও নিরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, করপোরেশন ও বিভাগের অনিয়ম-দুর্নীতি নিরীক্ষা করে দেখার কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি।
সমকাল
পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহ আরেফিন টিলাও
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধ্বংসের পেছনে স্থানীয় ২৬ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। অনুসন্ধানে জানা গেছে, এ চক্রে রয়েছেন বিএনপি, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ স্থানীয় প্রভাবশালীরা। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে টিলাটি বিরান ভূমিতে পরিণত হয়েছে।
টিলার কিছু অংশ ধ্বংস করে পাথর উত্তোলনের পর কেবল হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানাসহ একাংশ অক্ষত ছিল। স্থানটিকে কেন্দ্র করে অবশিষ্ট ছিল কিছু গাছ ও বড় আকারের কয়েক হাজার সংরক্ষিত পাথর। এক বছরে শুধু শাহ আরেফিনের (রহ.) আস্তানাই নয়, পুরো টিলা ও পাশের মসজিদ-কবরস্থানের জায়গাও ধ্বংস করে পাথর উত্তোলন করেছে পাথরখেকোরা। ফলে ধর্মীয় আবেগের সঙ্গে জড়িত জায়গাটিতে আর কিছু অবশিষ্ট নেই।
প্রথম আলো
‘এই গাড়িতেই নিতে হবে, আর কোনো গাড়ি এই লাশ নেবে না’
জরুরি চিকিৎসার জন্য দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছাতে মানুষ অ্যাম্বুলেন্স খোঁজেন। এমন ‘জরুরি মুহূর্তকে’ পুঁজি করে দেশের সরকারি হাসপাতালগুলো ঘিরে প্রকাশ্যে গড়ে উঠেছে ‘অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট’। এই সিন্ডিকেট বা চক্র রোগীর স্বজনদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করে।
রোববার (১৭ আগস্ট) দেশের পাঁচটি বিভাগীয় শহরের পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এমন চিত্র পাওয়া গেছে। এই পাঁচ শহর হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ।
আরও পড়ুন
ইত্তেফাক
আগামী দুই মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে
সাধারণত বর্ষা মৌসুম এবং তার পরবর্তী মাসগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ধারণা করা হচ্ছে—আরও দুই মাস ডেঙ্গু থাকতে পারে। বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপ আছে তা আরও বাড়তে পারে এবং সেটা সামনের দুই মাস বাড়বে। যেহেতু ডেঙ্গুর ধরন বদলেছে, তাই শীতেও ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে। গত দুই-তিন বছর শীতেও ডেঙ্গু ছিল। সাধারণত জ্বর কমে যাওয়ার ৫ থেকে ৭ দিনের মধ্যে ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে, তাই এই সময়টায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্ষাকালে মশা বংশবৃদ্ধি করে, যা ডেঙ্গু বিস্তারের প্রধান কারণ। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। জ্বর হলে অন্য রোগের সাথে ডেঙ্গুর আলাদা পরীক্ষা করা জরুরি।
বণিক বার্তা
কেবল জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার সাড়ে ৩ লাখ কোটি টাকা
দেশের ব্যাংক খাতে তারল্য সংকট চলছে কয়েক বছর ধরে। এ সংকটে তারল্য জোগানে দেশের ব্যাংকগুলোর বড় উৎস হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক। কেবল গত মাসেই (জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার তারল্য সহায়তা নিয়েছে ব্যাংকগুলো। রেপো, স্ট্যান্ডিং ফ্যাসিলিটিজ (এসএলএফ, এডিএফ) ও স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিজ হিসেবে এ সহায়তা নেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা ‘মানি মার্কেট ডাইনামিকস’ শীর্ষক প্রতিবেদনের জুলাই সংখ্যায় এ তথ্য তুলে ধরা হয়।
প্রথম আলো
এখন ভাতা নিতে হবে নতুন নিয়মে, লাগবে নিজের নিবন্ধিত সিম
এখন থেকে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত মুঠোফোনের সিম কার্ডে ভাতা নিতে হবে। শুধু নগদ বা বিকাশ নয়, আর্থিক সেবা দেয় এমন যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতার টাকা নেওয়া যাবে।
আগে শুধু নগদ ও বিকাশের মাধ্যমে ভাতার টাকা জিটুপি (গভর্মেন্ট টু পারসন বা সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে বিতরণ করা হতো।
জুলাই মাস থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সমাজসেবা অধিদপ্তর। পরিবারের অন্য সদস্যরা যেন ভাতার টাকা তুলে নিতে না পারেন, সে লক্ষ্যেই এমন ব্যবস্থা করা হয়েছে বলছে অধিদপ্তর।
সমকাল
সীমান্তে চোরাই পণ্যের লেনদেন ডলারে
সীমান্ত দিয়ে অবৈধ পথে দেশে আসা স্বর্ণ, হুন্ডি, মাদকসহ চোরাই পণ্যের লেনদেন হচ্ছে মার্কিন ডলারে। আর কক্সবাজারের মিয়ানমার সীমান্তে কারবারিরা সোনাদানা দিয়ে ইয়াবার দাম মেটাচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় নিয়মিত ডলার ও অবৈধ স্বর্ণ ধরা পড়ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য বলছে, এ বছরের প্রথম সাত মাসে বিভিন্ন সীমান্ত থেকে অন্তত ৯০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। সর্বশেষ গত শুক্রবার মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ৫১ হাজার ডলারসহ (৬২ লাখ টাকা) জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কালের কণ্ঠ
রাজধানীর দূষণ বাড়াচ্ছে সাভার-ধামরাইয়ের ইটভাটা
দেশে এই প্রথম উপজেলা হিসেবে সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে সরকার। বাতাসে দূষণের মাত্রা প্রতিবছর প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম থাকলে সেই বাতাস মানুষ সহজে গ্রহণ করতে পারে। কিন্তু সাভারের বাতাসে এই মান প্রায় ২০ গুণ বেশি। এ ছাড়া সাভারের বাতাসে ৩৬৫ দিনের মধ্যে ১৬০ দিনের বেশি মাত্রাতিরিক্ত দূষণ থাকে।
প্রথম আলো
ছাত্ররাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণরুম ও ‘গেস্টরুম সংস্কৃতির’ অবসান হয়েছে। এখন আলোচনা হচ্ছে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে, এর আওতা কতটা থাকবে—এসব বিষয়ে। ক্যাম্পাসের পাশাপাশি আবাসিক হলে ছাত্ররাজনীতির ‘রূপ’ কেমন হবে, এ নিয়েও নানা তর্কবিতর্ক চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।
আজকের পত্রিকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের বদলে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে বিসিএসের আদলে। সাধারণ নিয়ম অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সরাসরি পরীক্ষার মাধ্যমে হবে এই নিয়োগ। এই পরীক্ষা হবে দুই ধাপে—নির্বাচনী বা বাছাই পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
বণিক বার্তা
‘অসমাপ্ত আত্মজীবনী’র লেখক কে?
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র লেখক কে তা নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বইটি লেখার পুরস্কারস্বরূপ এক কর্মকর্তাকে পুলিশের শীর্ষ পদে বসানো হয়েছিল। তবে কয়েকজন ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও বইটির প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এটিকে নিছক রাজনৈতিক বিতর্ক হিসেবেই দেখছেন। তাদের দাবি, এ আত্মজীবনী সাবেক পুলিশ কর্মকর্তা জাবেদ পাটোয়ারীকে দিয়ে লেখানো নয়। এ গ্রন্থের সঙ্গে জাবেদ পাটোয়ারীর কোনো সম্পৃক্ততার কথা শোনা যায়নি বলেও জানিয়েছেন তারা। তবে শেখ মুজিবুর রহমানকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের সংকলন ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর সঙ্গে জাবেদ পাটোয়ারী যুক্ত ছিলেন। তাদের মতে, যেহেতু প্রশ্ন উঠেছে, তাই ঘটনার তদন্ত হওয়া উচিত। বইটি যে চারটি পাণ্ডুলিপি বা খাতা থেকে লেখা হয়েছে সেগুলোর ফরেনসিক বা ক্যালিগ্রাফি পরীক্ষা করানো যেতে পারে।
কালের কণ্ঠ
ডাকসুতে ভোটযুদ্ধের হুইসল
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গতকাল সোমবার প্রচুরসংখ্যক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে আটটি প্যানেল এবং স্বতন্ত্র হিসেবে পাঁচ শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত ১২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গতকাল পর্যন্ত তা চলে।
দেশ রূপান্তর
সরবরাহকারীরা আরামে কৃষকরা ঋণের জালে
কৃষিতে আধুনিক যন্ত্রপাতির বিপ্লব ঘটে গেছে। কিন্তু সেসবের ধারে-কাছে পৌঁছানোর ক্ষমতা নেই কৃষকের। বিশেষ করে প্রান্তিক চাষিদের। তারা এখনো ব্যবহার করেন মান্ধাতা আমলের যন্ত্রপাতি। সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক স্বপ্ন দেখিয়েছিলেন।
যুগান্তর
ব্যবহারের অনুপযোগী ১২,৫৩১ ভোটকেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসাবে বিভিন্ন জেলার ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। এর মধ্যে ভাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের। জরাজীর্ণ হয়ে পড়েছে দরজা ও জানালা। ভোটকেন্দ্র হিসাবে ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে এসব প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামতের জন্য অর্থ উপদেষ্টার কাছে ১২৪ কোটি টাকার বরাদ্দ চেয়ে সম্প্রতি আধা সরকারিপত্র (ডিও) দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। খবর সংশ্লিষ্ট সূত্রের।
