সিলেটে বালু লুটপাটেও ‘ঐকমত্য’

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সংবিধানের ওপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন বিএনপির
জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার কয়েকটি বিষয় নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের ওপরে স্থান পেতে পারে কি না, এমন প্রশ্ন তুলে দলটি বলেছে, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির তৈরি হবে। এ সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি।
বণিক বার্তা
খেলাপি ঋণের ৫০ শতাংশই উৎপাদনমুখী শিল্পে
দেশের আর্থিক খাতে সবচেয়ে বড় বোঝা এখন খেলাপি ঋণ। খেলাপির তালিকায় শীর্ষে রয়েছে চামড়া, তৈরি পোশাক, বস্ত্র, জাহাজ নির্মাণ ও ভাঙার মতো উৎপাদনমুখী শিল্প। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই উৎপাদনমুখী শিল্প খাতে। এ খাতের বহু প্রতিষ্ঠান ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে রুগ্ণ হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে কর্মসংস্থান, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনীতিতে।
সমকাল
কঠিন হবে সংবিধান সংশোধন, ক্ষমতার ভারসাম্যের চেষ্টা
জুলাই জাতীয় সনদ কার্যকরে সংবিধান সংশোধন কঠিন হবে। অতীতের মতো সরকারি দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ইচ্ছামাফিক সংবিধান বদল করতে পারবে না। সনদ অনুযায়ী, সংবিধান সংশোধনে সংসদের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে গঠিত উচ্চকক্ষে লাগবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। দুই কক্ষে প্রয়োজনীয় সমর্থন থাকলেও সংবিধানে বিশেষ কিছু অনুচ্ছেদ সংশোধনে লাগবে গণভোট।
আজকের পত্রিকা
আস্থার সংকটে বিমা খাত, আটকে আছে গ্রাহকের ৩১৫০ কোটি টাকা
ভরসার বিমা এখনো বহু গ্রাহকের কাছে আস্থা অর্জনে ব্যর্থ। এর যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। দেশের ৪৬টি নন-লাইফ কোম্পানি মিলে গ্রাহকের দাবির ৩ হাজার ১৫০ কোটি টাকা আটকে রেখেছে। ডিসেম্বরের শেষে যেটি ছিল ২ হাজার ৬৩৫ কোটি, মার্চের শেষে সেখানে আরও ৫১৫ কোটি টাকা যোগ হয়েছে। অর্থাৎ, মাত্র তিন মাসে অনিষ্পন্ন দাবির পাহাড় আরও উঁচু হয়েছে।
কালের কণ্ঠ
১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী
‘আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে, নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এ জন্য আমরা ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। এর ফলে নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না।
প্রথম আলো
সিলেটে বালু লুটপাটেও ‘ঐকমত্য’
সিলেটের শ্রীপুর, রাংপানি, জাফলং, সংরক্ষিত বাংকার এলাকা থেকে শুরু করে বিভিন্ন নদ-নদী ও পর্যটনকেন্দ্রে চলছে নির্বিচার বালু লুট। পাথরের মতো বালু লুটপাটের কারণে অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এসব স্থান এখন শ্রীহীন হয়ে পড়ছে।
স্থানীয় লোকজন বলছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা চক্র প্রকাশ্যে এই বালু লুট করছে। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান চালালেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটনকেন্দ্রগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে।
আরও পড়ুন
সমকাল
বিদেশিদের হাতে যাবে পাঁচ টার্মিনাল, খরচ বৃদ্ধির শঙ্কা
চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কনটেইনার টার্মিনালের মাধ্যমে পণ্য ওঠানামা হয়। এর মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। আরেকটি হচ্ছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। আগামী ডিসেম্বরে আবুধাবিভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এই টার্মিনালে এককভাবে বন্দরের ৪৪ শতাংশ কনটেইনার ওঠানামা করে। বাকি দুটি টার্মিনাল হলো চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি)।
কালের কণ্ঠ
পাঠ্যবইয়ে একগুচ্ছ পরিবর্তন আসছে
আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন। বিভিন্ন শ্রেণির বইয়ে থাকা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংক্ষিপ্ত হচ্ছে। শেখ হাসিনার নামের আগে বসছে ‘স্বৈরাচারী শাসক’। একাদশ-দ্বাদশ শ্রেণির বইয়ে যুক্ত হচ্ছে রাতের ভোট ও ডামি নির্বাচনের তথ্য।
প্রথম আলো
৪০০ কোটি টাকা দামে রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। হেলিকপ্টার দুটির দাম ৪০০ কোটি টাকা, যার ২৯৮ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এখন হেলিকপ্টার আনতে পারছে না বাংলাদেশ।
দেশ রূপান্তর
তিন স্রোতের পাকে ভোট
বিএনপি বলছে, জনগণ ভোট দিতে মুখিয়ে আছে; ফলে দ্রুত নির্বাচন দরকার। জামায়াতে ইসলামী বলছে, পিআর পদ্ধতিতে হতে হবে নির্বাচন। এনসিপি বলছে, আগে সংস্কার-বিচার, তারপর নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, তিন রাজনৈতিক দলের এই তিন ‘স্রোতের’ মোহনা কোথায়? তবে কি তিন স্রোতের পাকে পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন?
বণিক বার্তা
দুর্বল ব্যাংকে রাখা বিপিসি ও পেট্রোবাংলার ৩ হাজার কোটি টাকা ফেরত পাওয়া যাবে কি
জ্বালানি তেল ও গ্যাস বিক্রি থেকে প্রতি বছরই বড় অংকের মুনাফা করে রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে এ অর্থের বড় একটি অংশ মেয়াদি আমানত ও চলতি হিসাবে জমা রাখা হয়েছে। এর মধ্যে বেশকিছু দুর্বল ও অস্তিত্ব সংকটে থাকা ব্যাংকে আছে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ। দেউলিয়া হওয়ার পর্যায়ে থাকা এসব ব্যাংক থেকে অর্থ ফেরত পাওয়া যাবে কিনা সে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
প্রকল্প নয়ছয়ে লাগাম টানার চেষ্টায় সরকার
সরকারি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন শেষ হওয়া পর্যন্ত সময়ে নানা ধাপে অনিয়ম-দুর্নীতি ও সমন্বয়হীনতার অভিযোগ নতুন নয়। এতে অধিকাংশ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে কালক্ষেপণ হয়, বেড়ে যায় প্রকল্পের ব্যয়। এই অবস্থা থেকে উত্তরণে প্রকল্প পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার।
বণিক বার্তা
বিদেশে পলাতক আওয়ামী লীগের ২ সহস্রাধিক নেতা, ভারতেই অন্তত ১৩শ
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশ ছেড়ে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্তত দুই হাজার নেতা। তাদের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন ১ হাজার ৩০০-এরও অধিক। অর্থাৎ বিদেশ পালানো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের দুই-তৃতীয়াংশের অবস্থান ভারতে।
যুগান্তর
ডাকসুতে ৮ প্যানেলের লড়াই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এবারের ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, স্বতন্ত্রসহ আট প্যানেলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন নামে চারটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। অন্যরা প্যানেল ঘোষণা করবে আজ। এদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিমত-বিশেষ কোনো প্যানেলে ভোট নয়, যোগ্য ব্যক্তিকেই পছন্দের তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।
