সাবেক কাউন্সিলর হাসু ও তার স্ত্রীর নামে দুর্নীতির মামলা

প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম (হাসু) ও তার স্ত্রী পারভীন আক্তারের নামে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি জানিয়েছেন।
অনুমোদিত এজাহারে আবুল হাসেমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৩১৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলার অনুমোদিত এজাহারে বলা হয়েছে, স্বামী আবুল হাসেমের (হাসু) সহায়তায় পারভীন আক্তার ৭৪ লাখ ৬৩ হাজার ৩২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
মামলায় স্বামী ও স্ত্রী উভয়ই আসামি হয়েছেন। তাদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এমজে