প্রকল্পগুলোর অগ্রগতি জানতে চায় ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসার এডিপিভুক্ত প্রকল্পগুলোর মাসিক অগ্রগতি জানতে চায় সংস্থাটি। সে লক্ষ্যে মাসিক অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস সার্কুলার দিয়ে তা নিশ্চিত করতে বলেছেন।
অফিস সার্কুলারের নিদেশনায় বলা হয়েছে, প্রকল্প পরিচালকরা প্রতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে আগের মাসের প্রকল্পের অগ্রগতি আবশ্যিকভাবে ঢাকা ওয়াসার পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে। আর এটার বিলম্ব হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক দায়ী থাকবেন।
আরও পড়ুন
অফিস সার্কুলারে আরও বলা হয়, পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে প্রকল্পগুলো পরবর্তী মাসের অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসের ৭ তারিখের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিত করবে।
এএসএস/এমএন