পূর্বাচল প্রকল্প ও মিরপুরে নকশা বহির্ভূত নির্মাণে দুদকের অভিযানে সত্যতা

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নকশা পরিবর্তন, অবৈধভাবে প্লট তৈরি ও বরাদ্দ প্রদান এবং রাজধানীর মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এ অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।
আরও পড়ুন
দুদক জানায়, মিরপুর-১ এর বক্সনগর এলাকার প্লট নং-২৫ সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়নি। এছাড়া ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সেট-ব্যাক রাখা হয়নি। এ কারণে রাজউক কর্তৃপক্ষ ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

অন্যদিকে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নকশা পরিবর্তন ও প্লট বরাদ্দ সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য রাজউক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়েছে দুদক। রেকর্ডপত্র হাতে পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে তদন্ত টিম।
আরএম/এমএসএ