শুরু হয়েছে ‘ঢাকা ক্রনিকলস : অ্যা কার্টুন এক্সিবিশন’

প্ল্যাটফর্মস এবং কার্টুন পিপল যৌথভাবে আয়োজন করেছে ‘ঢাকা ক্রনিকলস : অ্যা কার্টুন এক্সিবিশন’। এই প্রদর্শনীতে বাংলাদেশের স্বনামধন্য কার্টুনিস্টদের আঁকা কার্টুনগুলো তুলে ধরা হয়েছে, যেখানে ঢাকার জীবনযাত্রা তাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং মজার রেখার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে।
গত ২২ আগস্ট বিকেল ৫টায় এই প্রদর্শনী শুরু হয়েছে এবং চলবে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এটি ঢাকার গুলশান ২-এর হাউস ১২/বি, ৫ম তলা, রোড ৫৫-তে অবস্থিত।
এই প্রদর্শনীটি শিল্প, দর্শক এবং দৈনন্দিন জীবনের মধ্যে একটি অর্থপূর্ণ সংযোগ স্থাপনের জন্য তাদের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। এতে আহসান হাবিব, আরাফাত করিম, বিপ্লব চক্রবর্তী, খলিল রহমান, মাহতাব রশীদ, রশাদ ইমাম তন্ময় এবং রিশাম শাহাব তীর্থের মতো প্রখ্যাত কার্টুনিস্টদের কাজ স্থান পেয়েছে। তাদের কার্টুনগুলো হাস্যরস, ব্যঙ্গ এবং গল্প বলার দক্ষতা ফুটিয়ে তোলে।
ট্রাফিকের বিশৃঙ্খলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের মজার মুহূর্তগুলো—কার্টুনগুলো ঢাকার জটিলতাকে নানাভাবে তুলে ধরেছে। কখনও ব্যঙ্গাত্মক, কখনও আন্তরিক, কিন্তু সবসময়ই শহরের স্পন্দনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই কাজগুলো একসঙ্গে শহুরে জীবনের একটি প্রাণবন্ত চিত্র তৈরি করেছে, যা দর্শকদের হাসতে, ভাবতে এবং নতুন করে ঢাকাকে আবিষ্কার করতে উৎসাহিত করে।
প্রদর্শনী সম্পর্কে প্ল্যাটফর্মস বলেছে, আমাদের লক্ষ্য সবসময় শিল্পকে সবার জন্য সহজলভ্য এবং আকর্ষণীয় করে তোলা। ‘ঢাকা ক্রনিকলস’-এর মাধ্যমে আমরা সামাজিক ভাষ্য এবং শৈল্পিক অভিব্যক্তি হিসেবে কার্টুনের শক্তিকে উদযাপন করতে চাই এবং এমন একটি স্থান তৈরি করতে চাই যেখানে শহরের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে।
জেডএস
