সম্ভাবনা-সংকটের সন্ধিক্ষণে দেশের অর্থনীতি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ
বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান জে–১০সি কিনতে আগ্রহী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা তুলেছিলেন।
বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে দুজন জ্যেষ্ঠ সদস্য জঙ্গি বিমান কেনার আগ্রহের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
যুগান্তর
গিরিশ চন্দ্রের ভিটাবাড়ি ছাড়া সব সম্পত্তিই বেদখলে
বাংলা ভাষায় পবিত্র কুরআন শরিফের প্রথম বঙ্গানুবাদকারী ড. গিরিশ চন্দ্র সেন। শুধু বাংলাদেশে নয় সমগ্র উপমহাদেশেই গিরিশ চন্দ্র সেনের পরিচিতি রয়েছে। তিনি নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে বিখ্যাত দেওয়ান বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকার পর তার বাড়িটিকে নতুন রূপ দিয়েছে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ। ওই বাড়ির পাশেই গড়ে উঠেছে ভাই গিরিশ চন্দ্র সেন জাদুঘর। ইতিহাস ঐতিহ্যের অন্বেষণে প্রতিবছর অসংখ্য লোক তার স্মৃতিচিহ্ন দেখতে আসেন। তবে ওই বাড়িটি ছাড়া বাকি সম্পত্তি বেদখলে চলে গেছে। সেগুলো উদ্ধার করে সেখানে গিরিশ চন্দ্র সেনের নামে একটি লাইব্রেরিসহ আরও কিছু স্মৃতি রক্ষাকারী স্থাপনা করার পক্ষে মত স্থানীয়দের।
আরও পড়ুন
সমকাল
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠকে বিএনপি তার দলীয় অবস্থান আবার তুলে ধরবে। জামায়াতে ইসলামী বাদে জুলাই অভ্যুত্থানের অংশীজন অন্য দলগুলোর সঙ্গে বিএনপি জোট করতে পারে। নির্বাচনে জয়ী হলে একসঙ্গে সরকার গঠনও করবে।
গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র সমকালকে জানিয়েছে। বৈঠক থেকে সংস্কারের বিষয়ে ছাড়ের কোনো আভাস মেলেনি। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কালের কণ্ঠ
পাঠ নয় মাঠেই বেশি সরব
শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে। নানা দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছেন। শ্রেণিকক্ষে শিক্ষকদের খুব একটা মনোযোগ নেই।
ভালো চলছে না শিক্ষা প্রশাসন, মাঠ পর্যায়ে মনিটরিং হচ্ছে না। এ অবস্থায় যে যার মতো করে চলছে।
সমকাল
বেড়েছে ধর্ষণ, হত্যা, নির্যাতন
ঝিনাইদহের অষ্টম শ্রেণির ছাত্রী লিনার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। এক বিকেলে প্রাইভেট পড়া শেষে আর বাড়ি ফেরেনি সে। দুদিন পর ধানক্ষেতের পাশের এক ঝোপে তার লাশ মেলে। তাকে প্রথমে ধর্ষণ, পরে শ্বাসরোধে হত্যা করা হয়। ধর্ষক ও হত্যাকারী ছিল প্রতিবেশী এক যুবক, যে প্রায়ই লিনাকে নানা অজুহাতে বিরক্ত করত। তার পরিবার অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগের কথা ভাবলেও গ্রামের লোকজন বলেছিল, ‘এসব কথা চেপে যাওয়াই ভালো, মেয়েরই বদনাম হবে!’
লিনার মতো প্রতিদিন দেশের নানা প্রান্তে ধর্ষণের শিকার হচ্ছে কন্যাশিশু। আবার কাউকে কাউকে ধর্ষণের পর হত্যাও করা হচ্ছে। মানবাধিকারকর্মীরা বলছেন, দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে যৌন সহিংসতা, বিশেষত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত এ সহিংসতা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে।
কালের কণ্ঠ
বেড়েছে ছিঁচকে চোরের উৎপাত
রাজধানীসহ সারা দেশে ছিঁচকে চুরির ঘটনা ব্যাপক বেড়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি মাসে উদ্বোধনের পরদিন তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু থেকে বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে প্রকাশ্যে চুরি ও লুটপাট হয়েছে সাদা পাথর। রাজধানীতে দিনদুপুরে মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়ির চাকাসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ খুলে নিচ্ছে চোর।
যুগান্তর
ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটযুদ্ধে প্রাণবন্ত হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস। মঙ্গলবার আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্যানেল বৈচিত্র্যময় থিমকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা চালাচ্ছে। এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে ২৫ জন লড়বেন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং হলগুলোয় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়াও নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসাবে থাকবে সেনাবাহিনী। এদিকে নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কর্তৃক চারুকলায় স্থাপিত দুটি ব্যানার ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
বণিক বার্তা
এলডিসি উত্তরণ পেছানোর কোনো অভিপ্রায় ও উদ্যোগ নেই সরকারের
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়া শুরু হয় ২০১৮ সালে। চূড়ান্তভাবে উত্তরণের জন্য প্রস্তুতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালে। কিন্তু কভিডের কারণে অতিরিক্ত সময় পাওয়া যায় দুই বছর। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা বাংলাদেশের।
আজকের পত্রিকা
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড: বছরের ব্যবধানে ভারতে ব্যবহার তলানিতে, চীনে অবিশ্বাস্য উল্লম্ফন
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বিদেশে খরচের তালিকায় চীন হঠাৎ করেই উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে, যা আগে ছিল একেবারেই অগণ্য। ২০২৪ সালের মে মাসে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় হয়েছিল ৭৬ কোটি টাকার বেশি। কিন্তু এক বছরের ব্যবধানে এই অঙ্ক কমে দাঁড়িয়েছে মাত্র ২১ কোটিতে। অর্থাৎ ভারতে খরচ কমেছে প্রায় ৫৫ কোটি টাকা। চলতি বছরের এপ্রিল মাসেও সেখানে খরচ হয়েছিল ৩১ কোটি টাকা, যা মে মাসে নেমে এসেছে ২১ কোটিতে।
কালবেলা
সম্ভাবনা-সংকটের সন্ধিক্ষণে দেশের অর্থনীতি
দেড় দশকের টানা লুটপাট আর অনিয়মে দেশের অর্থনীতি ছিল প্রায় ডুবন্ত অবস্থায়, যা সেখান থেকে এখন খাদের কিনারায় এসে পৌঁছেছে। এমনকি দেশের অর্থনীতি দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যদিও বিনিয়োগ, কর্মসংস্থান, সুদহার, ব্যাংকের ওপর আস্থাহীনতা ও অব্যাহত খেলাপি ঋণ বৃদ্ধির কারণে আর্থিক খাতের শঙ্কা কাটেনি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সব মিলিয়ে দেশের অর্থনীতি বর্তমানে সম্ভাবনা ও সংকটের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আর্থিক খাতকে টেনে তুলতে দরকার সঠিক নেতৃত্ব, সুস্পষ্ট কর্মপরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা। এসব সমীকরণের সমন্বয় করা গেলেই আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ফের দক্ষিণ এশিয়ার ‘উদীয়মান টাইগারে’ রূপ নেবে।
আজকের পত্রিকা
দূষণে প্রাণ যায় যায় হাকালুকি হাওরের
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় সেখানকার ব্যবসায়ীরা প্রতিদিন পাশের জুড়ী নদীতে ফেলেন ময়লা-আবর্জনা। এসব বর্জ্য কোনো বাধা ছাড়াই গিয়ে পড়ছে দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরে। এতে যেমন নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, তেমনি বৈশিষ্ট্য হারাচ্ছে হাওর। শুধু জুড়ী নদীই নয়; এ রকম ১০টি নদী এবং অসংখ্য পাহাড়ি ছড়ার এই হাওরের সঙ্গে সংযোগ রয়েছে। সেসব দিয়েও আসছে বালু। এতে অধিকাংশ বিলই ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি করে হাওর দখলে নেওয়ারও।
